কলকাতা: প্রয়াত হলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার পরিমল দে ৷ ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন পরিমল দে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর ৷
১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে অন্তিম মুহুর্তে গোল করে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেন পরিমল দে।
আরও পড়ুন- ‘বিশ্বভারতীর উপাচার্য ক্ষেপেছেন এটাও তো সঠিক...’ মন্তব্য অমর্ত্য সেনের
ময়দানে ‘জংলাদা’ নামে পরিচিত পরিমল দে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অ্যালজাইমারে ভুগছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হয়। গতকাল, মঙ্গলবার রাত ১২ টা ১৫ মিনিট নাগাদ রুবির বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিমল দে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal