#সাও পাওলো: এ বারের বিশ্বকাপের অন্যতম চর্চিত ঘটনাগুলির মতো একটি নেইমারের ‘নাটক’৷ মাঠে নেইমারের বারবার পড়ে যাওয়া নিয়ে কম রসিকতা হয়নি সোশ্যাল মিডিয়ায়৷ যদিও নেইমার বারবারই দাবি করেন, তিনি কোনও প্লে অ্যাক্টিং করছেন না৷ বিশ্বকাপ মিটে যাওয়ার পরে অবশেষে নেইমার স্বীকার করলেন, তিনি প্লে অ্যাক্টিং করেছিলেন৷
আরও পড়ুন: কেন বারবার পড়ে যান নেইমার, জানাচ্ছেন চিকিৎসকরা
ব্রাজিলের একটি টিভি চ্যানেলে নেইমারের সেই স্বীকারোক্তি ভাইরাল৷ এক সাক্ষাত্কারে নেইমারকে প্রশ্ন করা হয়, আপনি কি অভিনয় করছিলেন? নেইমারের জবাব, ‘আপনারা হয়তো ভাবছিলেন, আমি বাড়াবাড়ি করছি৷ হ্যাঁ, আমি অভিনয় করেছি৷ কিন্তু আমাকে মাঠে বেশ ভুগতেও হয়েছে৷’
আরও পড়ুন: উষ্ণ মুহূর্তে লেন্সবন্দি নেইমার ও বান্ধবী, বিশ্বকাপের বাজারে শোরগোল
বিশ্বকাপ থেকে ব্রাজিলের ছিটকে যাওয়ার পর একমাত্র ইন্সস্টাগ্রামেই প্রতিক্রিয়া দিয়েছিলেন নেইমার৷ টুর্নামেন্টে নেইমার গোল করতে পেরেছেন মাত্র দুটি। নেইমারের কথায়, ‘আমি জানতাম না, কীভাবে এর থেকে বাঁচতে হবে। যখন আমি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাই না, তার কারণ এই নয় যে, আমি শুধু জিততে পছন্দ করি। কারণ, আমি আপনাদের হতাশ করতে শিখিনি। যখন আমাকে অভদ্র মনে হয়, তার কারণ এটা নয় যে, আমি নষ্ট ছেলে। কারণটা হলো, আমি জানি না কী ভাবে হতাশার সঙ্গে মানিয়ে নিতে হয়। আপনাদের মনে হতে পারে, আমি খুব বেশি পড়ে যাচ্ছি। তবে বাস্তবতা হলো, আমি ভেঙে চুরমার হয়েছি। এটা অস্ত্রোপচার হওয়া গোড়ালি মাড়িয়ে দেওয়ার চেয়েও বেশি কষ্টকর৷’
সব সমালোচনা মেনে নিয়ে নিজেকে এখন নতুন এক মানুষ বলেও দাবি করেন নেইমার৷ বলেন, ‘সমালোচনা মেনে নিতে সময় লেগেছে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনেছি। এখন আমি নতুন এক মানুষ, নতুন ভাবেই মাঠে ফিরব। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু যে পড়ে যায় সেই কেবল উঠে দাঁড়াতে পারে। আমিও উঠে দাঁড়াব।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, Neymar