#জুরিখ: মহিলাদের অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ টুর্নামেন্ট কোস্টারিকা ও পানামায় হওয়ার কথা ছিল ৷ নির্ধারিত সময় ছিল ২০২০ -র অগাস্ট -সেপ্টেম্বর ৷ কিন্তু কোভিড ১৯ অতিমারির জেরে তা পিছিয়ে দেওয়া হল ২০২১ এ ৷ নতুন সূচি অনুযায়ি ২০২১-র জান২০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ৬ তারিখ অবধি হবে এই টুর্নামেন্ট ৷ মঙ্গলবার এই খবর জানিয়েছে ফিফা ৷
এদিকে অনুর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপ যা ভারতে হওয়ার কথা সেটাও পিছিয়ে হবে ২০২১-তেই৷ আনন্দের কথা সেই টুর্নামেন্ট হবে ভারতেই ৷ নতুন ক্রীড়াসূচি অনুযায়ী খেলা হবে ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ অবধি ৷ ফিফা আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জানিয়েছে -যে এই বছর যারা বয়সের হিসেবে যোগ্যতা অর্জন করেছিলেন নিজেদের বয়স বিভাগে সামনের বছরেও তারাই খেলবেন ৷ এই এক বছরের জন্য বয়স সীমা উল্লঙ্ঘনের নিয়ম লাগু হবে না ৷
৩০ এপ্রিল ২০২০ -র ফিফার বৈঠকে এই সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছিল ৷ আর সেই সিদ্ধান্তেই ১১ মে সিলমোহর দেওয়া হয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।