• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • Balon d'Or পাচ্ছে বাবা, ছোট ছেলে যা করল, ভাইরাল হল ভিডিও

Balon d'Or পাচ্ছে বাবা, ছোট ছেলে যা করল, ভাইরাল হল ভিডিও

Photo Courtesy- Twitter Video Grab

Photo Courtesy- Twitter Video Grab

সেরা-র সেরা লড়াই ভ্যান জিক ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে ব্যালন ডি অর জিতে নেন তিনি

 • Share this:

  #প্যারিস: লিওনেল মেসি ষষ্ঠ ব্যালন ডি অর সম্মান পেলেন ৷ সোমবার রাতে ফুটবলের ইতিহাসে আরও এক সোনালি অক্ষরে নিজের নাম লিখে ফেললেন তিনি ৷ সারা পৃথিবী আরও একবার মেসির নামে ধন্য ধন্য করছে ৷ তবে এরমধ্যে শিরোনাম ছিনিয়ে নিয়েছে মেসির সবচেয়ে ছোট ছেলে মাতেও ৷

  ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে মেসি এখন সবচেয়ে বেশি ব্যালন ডি অরের মালিক ৷ মেসি জানিয়েছেন, ‘প্রথম ব্যালন ডি অরের থেকে ১০ বছর হয়ে গেল যখন থেকে প্যারিসে আসছি ৷ আমি আমার তিন ভাইয়ের সঙ্গে এখানে আসতাম ৷ তখন আমার ২২ বছর ছিল , আজ এটা হবে সেটা আমার পক্ষে ভাবা অসম্ভব ছিল ৷ ’ লুকা মর্ডিচের হাত থেকে খেতাব গ্রহণের পর এমনটাই জানান লিও মেসি ৷

  22b06b10-96c6-46b6-b30d-88e786ad77e3

  বাবা লিও মেসি যখন ব্যালন ডি অরের জন্যে মঞ্চে উঠেছেন তখন দর্শকাসনে ফোকাসে চলে আসে মাতেও ৷ দেখা যায় হেসে কুটিপাটি হয়ে যাচ্ছে সে ৷ পাশাপাশি চার বছরের খুদে নিজের সিটে লাফালাফিও করছিল ৷ তার পাশেও একটা খুদে বসেছিল , অদ্ভুতভাবে সে কিন্তু এরকম কিছু করছিল  না ৷ তবে তাতে কোনও পরোয়া নেই মেসির ছেলের ৷

  মাতেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ৷ বাবা ও ভাইকে সে নিয়মিত ট্রোল করে ৷ সে জানে বাবা-র দল বার্সেলোনা তবুও দাদাকে রাগানোর জন্য রিয়াল মাদ্রিদ গোল করলে সেলিব্রেশন করে খুদে মাতেও ৷ সে আবার এও বলে বার্সেলোনাকে লিভারপুল হারিয়ে দিক ৷ মেসি কিন্তু ভীষণ ভালোবাসেন তার ছোট্ট খুদেকে ৷

  আরও পড়ুন - #Viral: বিদেশি গানের সুরে ছাল ছাড়ানো মুরগির তুমুল নাচ, দেখে নিন Tiktok ভিডিও

  এবারের সেরা-র সেরা লড়াই ভ্যান জিক ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে ব্যালন ডি অর জিতে নেন তিনি ৷

  আরও দেখুন

  First published: