corona virus btn
corona virus btn
Loading

Balon d'Or পাচ্ছে বাবা, ছোট ছেলে যা করল, ভাইরাল হল ভিডিও

Balon d'Or পাচ্ছে বাবা, ছোট ছেলে যা করল, ভাইরাল হল ভিডিও
Photo Courtesy- Twitter Video Grab

সেরা-র সেরা লড়াই ভ্যান জিক ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে ব্যালন ডি অর জিতে নেন তিনি

  • Share this:

#প্যারিস: লিওনেল মেসি ষষ্ঠ ব্যালন ডি অর সম্মান পেলেন ৷ সোমবার রাতে ফুটবলের ইতিহাসে আরও এক সোনালি অক্ষরে নিজের নাম লিখে ফেললেন তিনি ৷ সারা পৃথিবী আরও একবার মেসির নামে ধন্য ধন্য করছে ৷ তবে এরমধ্যে শিরোনাম ছিনিয়ে নিয়েছে মেসির সবচেয়ে ছোট ছেলে মাতেও ৷

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে মেসি এখন সবচেয়ে বেশি ব্যালন ডি অরের মালিক ৷ মেসি জানিয়েছেন, ‘প্রথম ব্যালন ডি অরের থেকে ১০ বছর হয়ে গেল যখন থেকে প্যারিসে আসছি ৷ আমি আমার তিন ভাইয়ের সঙ্গে এখানে আসতাম ৷ তখন আমার ২২ বছর ছিল , আজ এটা হবে সেটা আমার পক্ষে ভাবা অসম্ভব ছিল ৷ ’ লুকা মর্ডিচের হাত থেকে খেতাব গ্রহণের পর এমনটাই জানান লিও মেসি ৷

22b06b10-96c6-46b6-b30d-88e786ad77e3

বাবা লিও মেসি যখন ব্যালন ডি অরের জন্যে মঞ্চে উঠেছেন তখন দর্শকাসনে ফোকাসে চলে আসে মাতেও ৷ দেখা যায় হেসে কুটিপাটি হয়ে যাচ্ছে সে ৷ পাশাপাশি চার বছরের খুদে নিজের সিটে লাফালাফিও করছিল ৷ তার পাশেও একটা খুদে বসেছিল , অদ্ভুতভাবে সে কিন্তু এরকম কিছু করছিল  না ৷ তবে তাতে কোনও পরোয়া নেই মেসির ছেলের ৷

মাতেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ৷ বাবা ও ভাইকে সে নিয়মিত ট্রোল করে ৷ সে জানে বাবা-র দল বার্সেলোনা তবুও দাদাকে রাগানোর জন্য রিয়াল মাদ্রিদ গোল করলে সেলিব্রেশন করে খুদে মাতেও ৷ সে আবার এও বলে বার্সেলোনাকে লিভারপুল হারিয়ে দিক ৷ মেসি কিন্তু ভীষণ ভালোবাসেন তার ছোট্ট খুদেকে ৷

আরও পড়ুন - #Viral: বিদেশি গানের সুরে ছাল ছাড়ানো মুরগির তুমুল নাচ, দেখে নিন Tiktok ভিডিও

এবারের সেরা-র সেরা লড়াই ভ্যান জিক ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে ব্যালন ডি অর জিতে নেন তিনি ৷

আরও দেখুন

First published: December 3, 2019, 7:45 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर