# নয়াদিল্লি : দারুণ ভারত অধিনায়ক বিরাট কোহলি যখন ১৮ বছরের তখন তিনি তাঁর বাবাকে হারিয়েছিলেন ৷ সেসময় দিল্লি বনাম কর্নাটক রনজি ম্যাচ চলছিল ৷ সেই ম্যাচ চলাকালীন এই দুঃসংবাদ পেয়েছিলেন কিশোর বিরাট ৷
বিরাটের বাবা প্রেম কোহলি ৫৪ বছরে মারা গিয়েছিলেন ৷ সালটা ২০০৬ , তারিখ ডিসেম্বরের ১৯ ৷ এর আগে বিরাট কোহলি নিজের মা ও স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেছিলেন ৷ কিন্তু বাবাকে নিয়ে কখনো নিজের আবেগের প্রকাশ বাইরে দেখাননি ৷
আরও পড়ুন - ব্রাজিলকে খোঁচা ফেডেরারের, টুইটে যা লিখলেন সুইস মাস্টার
তবে এবার ফাদার্স ডে –তে নিজের বাবার সঙ্গে একটি বহু পুরনো ছবি পোস্ট করেছেন বিরাট ৷ তাতে লিখেছেন এই ফাদার্স ডে বিশেষ কিছু কর নিজের বাবার সঙ্গে ৷ তাতে তিনি আরও লিখেছেন বাইরে এসো এবং খেলো ৷ এছাড়াও বিরাট লিখেছেন কী করে পরিশ্রম করতে হয় তা তাঁর বাবা শিখিয়েছিলেন ৷ নিজের কঠোর পরিশ্রমের ওপর বিশ্বাস রাখতে শিখিয়েছিলেন, সেটাই একমাত্র ভাগ্য গড়ে দেয় ৷ সেই শিক্ষাই আমার জীবনের পাথেয় ৷ উনি আমায় সঠিক পথ দেখিয়ে গিয়েছিলেন ৷ ধন্যবাদ বাবা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।