#কলকাতা: ফুটবল জ্বরে কাঁপছে কলকাতা ৷ আজ বিশ্বকাপের মেগা সেমিফাইনাল দেখতে ফুটবলপ্রেমীরা এখন যুবভারতীমুখী ৷ অনলাইনে প্রায় পাঁচ লক্ষ টিকিটের আবেদন জমা পড়লেও তার মধ্যে শুধু ৩৫ হাজারেরই ভাগ্যে জুটেছে সেমিফাইনালের টিকিট ৷ বাকি টিকিট কমপ্লিমেন্টারি ৷ এমনকী, গুয়াহাটির বাতিল টিকিট নিয়েও অনেকেই এসেছেন কলকাতায় ম্যাচ দেখতে ৷
ফুটবল জ্বরে এখন কাঁপছে কলকাতা ৷ ব্রাজিল-ইংল্যান্ড হাই ভোল্টেজ ম্যাচে দর্শকদের সুবিধার জন্য বিশেষ বাস পরিষেবা দেওয়া হচ্ছে ৷ মোট ১১০০ বাস চালাচ্ছে রাজ্য পরিবহণ দফতর ৷ এর মধ্যে ৮০টি বাস সংরক্ষিত পড়ুয়াদের জন্য ৷ বিশেষ বাস ছাড়া হবে এয়ারপোর্ট এবং শ্যামবাজার থেকে ৷ বাস চলবে ধর্মতলা, হাওড়া, তারাতলা , বেহালা, হরিদেবপুর থেকেও ৷
যুবভারতী যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে কামালগাজি, পাটুলি থেকে ৷ মাত্র ১০ টাকা ভাড়ায় বিশেষ এসি বাসও থাকছে দর্শকদের জন্য ৷ মিলন মেলা, উল্টোডাঙা থেকে এসি বাস ছাড়া হবে ৷ এসি বাস মিলবে সল্টলেকের করুণাময়ী থেকেও ৷ বালিহল্ট, বরাহনগর, বেহালা এবং গড়িয়া থেকে অ্যাপ ক্যাব পরিষেবা চালু করা হয়েছে ৷ বিশ্বকাপ স্পেশ্যাল এই বাসগুলি চলবে আজ, বুধবার রাত ১০.৩০ মিনিট পর্যন্ত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Brazil, England, FIFA U17 World Cup 2017, Semifinal, World Cup Special Bus