Home /News /sports /
রবিবাসরীয় যুবভারতী দেখল ‘সাম্বা ম্যাজিক’, যুব বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির

রবিবাসরীয় যুবভারতী দেখল ‘সাম্বা ম্যাজিক’, যুব বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির

Photo: AP

Photo: AP

ব্রাজিল: ২ ( ওয়েভারসন-৭১', পাওলিনহো- ৭৭'), জার্মানি: ১ ( আর্প-২১')

 • Share this:

  ব্রাজিল: ২ ( ওয়েভারসন-৭১', পাওলিনহো- ৭৭')

  জার্মানি: ১ ( আর্প-২১')

  #কলকাতা:   অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে এবছর আর্জেন্টিনা কোয়ালিফাই করতে পারেনি ৷ যুবভারতী পায়নি কোনও ভারতের ম্যাচও ৷ কলকাতার ফুটবলপ্রেমীদের একটা আক্ষেপ তো ছিলই ৷ রবিবার এ শহরের দর্শকদের সেই  আক্ষেপ অনেকাংশেই মিটিয়ে দিতে সফল পাওলিনহো-ব্রেনার-লিঙ্কনরা ৷ জার্মানিকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেওয়ার পাশাপাশি কলকাতার দর্শকদের মনও জয় করে নিলেন ব্রাজিলীয়রা ৷

  রবিবারের ম্যাচের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল দুই দলের দুই খেলোয়াড়- জাঁ ফিয়েতে আর্প এবং পাওলিনহো ৷ প্রথমজনকে জার্মানির ভবিষ্যতের তারকা স্ট্রাইকার হিসেবে এখন থেকেই ভাবা শুরু হলেও দ্বিতীয় জন পাওলিনহোকে নিয়েও কিছু কম মাতামাতি হয়নি ৷ সিআরসেভেনের ভক্ত পাওলিনহো নিজেও ৭ নম্বর জার্সি পরে খেলেন ৷ প্রথমার্ধে সেভাবে তাঁকে খুঁজে পাওয়া না গেলেও দ্বিতীয়ার্ধে নিজের জাত চেনালেন এই ব্রাজিলীয় ৷ দুর্দান্ত গোল করে তিনিই ম্যাচের নায়ক ৷প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়া ব্রাজিলকে জিততে দেখে খুশি যুবভারতীতে এদিন খেলা দেখতে আসা ৬৬ হাজার ৬৩৩ জন দর্শক ৷ সবারই মুখে শুধু একটাই কথা- ‘‘ আহ ! কী দারুণ ম্যাচ দেখলাম ৷ পয়সা উসুল ! ’’

  এতদিন যুবভারতীতে ম্যাচের দিন টিকিট ‘সোল্ড আউট’ হলেও মাঠ পুরো ভরছিল না ৷ এদিন কিন্তু কলকাতার মানুষ নিজেদের প্রিয় দলের খেলা দেখতে মাঠমুখী হতে ভোলেননি ৷ হাতে গোনা কয়েকজন জার্মান সমর্থক থাকলেও যুবভারতীর রং ছিল এদিন হলুদ ৷ এক এক সময় গ্যালারিগুলো দেখলে বোঝা মুশকিল হচ্ছিল যে ম্যাচটা কলকাতায় হচ্ছে না রিওতে ! সমর্থকদের অবশ্য হতাশ করেননি ব্রাজিলীয়রা ৷ প্রথমার্ধে পেনাল্টিতে গোল খেয়ে পিছিয়ে পড়া ব্রাজিল দ্বিতীয়ার্ধে শুধু গোলশোধই করেনি ৷ মোক্ষম সময় দুর্দান্ত দ্বিতীয় গোলটি করে দলকে সেমিফাইনালে পৌঁছে দিলেন পাওলিনহো ৷ গোলের পর সেলিব্রেশনও হল জমিয়ে ৷ মাঠের গ্রিলগুলি না থাকলে এদিন গোলের সেলিব্রেশন করতে প্রায় দর্শকদের কাছেই প্রায় পৌঁছে গিয়েছিলেন পাওলিনহোরা ৷

  ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হারতে হয়েছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের ৷ সেই ম্যাচের পর অনেকদিন কেটে গেলেও যুব বিশ্বকাপ হোক বা সিনিয়র ৷ ব্রাজিল-জার্মানি ম্যাচ মানেই মারমার-কাটকাট একটা ম্যাচ ৷ এদিন তেমনিই একটা দুর্দান্ত ম্যাচ কলকাতার দর্শকদের উপহার দিলেন ব্রাজিলীয়রা ৷ দর্শকরা মাঠে বসে হোক বা টিভিতে, সাম্বা ফুটবলের জাদু উপভোগ করলেন মন ভরে ৷

  First published:

  Tags: Brazil, FIFA U17 WC, FIFA U17 World Cup 2017, Germany, Kolkata, Quarter Final

  পরবর্তী খবর