#কলকাতা: মারাদোনারা বোধহয় এভাবেই মিলিয়ে দিতে পারেন বিশ্বের নানা প্রান্তের তাবড় মানুষকে। কিংবদন্তির চলে যাওয়ার পরেও দিয়েগোতে মজে তামাম দুনিয়া।
লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে গোল করে দিয়েগোকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন তার উত্তরসূরি লিওনেল মেসি। আবার ফ্রান্সের প্যারিসে নেইমাররা অনুশীলন নামছেন মারাদোনার ছবি দেওয়া জার্সি পড়ে।
ইতালির নেপলস তো সেকেন্ড হোম ছিল দিয়েগোর। রোমার বিরুদ্ধে ৪-০ গোলের জয়ের পরেও তাই কিংবদন্তি পূর্বসূরিকে স্মরণ নাপোলির। এটাও ঠিক, মিলান, জুভেন্তাস তারকাদের ভিড়ে আটের দশকে কে চিনতো নাপোলিকে! মারাদোনার জন্যই আন্তর্জাতিক ফুটবল আঙ্গিনার প্রথম সারিতে উঠে আসা ইতালির ক্লাবের।
আর মারাদোনার নিজের দেশে? শোকে ডুবে রয়েছে গোটা আর্জেন্টিনা। দিয়েগোকে শ্রদ্ধা জানাতে বাম্বোনেরাতে কোপা দিয়েগো আর্মান্দো মারাদোনা ম্যাচ খেলতে নেমেছিল কিংবদন্তির ফুটবল ক্যারিয়ারের শুরুর দুই ক্লাব বোকা জুনিয়র্স ও নিউওয়েলস ওল্ড বয়েজ। ইউরোপে খেলতে আসার আগে এই দুই ক্লাবের হয়েই দাপিয়ে খেলতেন দিয়েগো।
১৯৮১ তে বোকা জুনিয়র্সকে সেরার শিরোপাও এনে দিয়ে ছিলেন। মারাদোনার ছবি দেওয়া জার্সি পড়ে খেললেন দুই দলের ফুটবলাররা। মারাদোনার নামাঙ্কিত বক্সে উপস্থিত ছিলেন কিংবদন্তির কন্যা ডালমা। সদ্য প্রয়াত বাবাকে নিয়ে দুই দলের ফুটবলারদের আবেগ দেখে চোখ ভিজে যায় দিয়েগো কন্যার।
দুবাইয়ের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রেস্তোরাঁ সল্ট বি তে যে টেবিলে স্টেক খেতেন মারাদোনা, সেই টেবিল চিরকালের জন্য রিজার্ভ করে দেওয়া হল।
PARADIP GHOSH