#সেন্ট পিটার্সবার্গ : ফ্রান্সের সঙ্গে সেমিফাইনালের আগে বেলজিয়ামের মূল অস্ত্র লুকাকু বা হ্যাজার্ড নন ৷ সেই গোপন টেক্কা হতে চলেছেন প্রাক্তন ফরাসি তারকা থিয়েরি অঁরি ৷
এই মুহূর্তে বেলজিয়ামের সহকারি কোচ থিয়েরি অঁরি ৷ ফ্রান্স দলের সব ঘরের খবর তিনি বেলজিয়ামের হাতে তুলে দিচ্ছেন ৷ ১৯৯৮ -র বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য এবার চাইছেন কাপ নিয়ে যাক বেলজিয়াম ৷ সেই পর্বে এবার তাঁর সামনে কাঁটা তার নিজের দেশই ৷
এদিকে এই মেগা ম্যাচের আগে ভালো খবর ফরাসি শিবিরে মাতুদি নির্বাসন কাটিয়ে দলে ফিরছেন ৷ ফলে কোরেন্তিন তোলিসো-র জায়গায় দলে নিজের জায়গা ফিরে পাবেন তিনি ৷
এদিকে ব্রাজিলের বিরুদ্ধে নিজেদের চেনা ছকে দলকে খেলাননি ব্রাজিল কোচ ৷ সেই ম্যাচে ৩-৪-২-১ ছকে খেলেনি বেলজিয়াম ৷
আরও পড়ুন -বিশ্বকাপের পারফরম্যান্সের পরও লুকাকুকে ছেড়ে দিচ্ছে ম্যান ইউ !
পাশাপাশি ঝাঁঝ আরও বাড়াতে নিজেকে আরও তৈরি করে নিচ্ছেন রোমেলু লুকাকু ৷ অনুশীলনে ডানদিক দিয়ে ওঠা-র রাস্তায় আরও ঝালিয়ে নিয়েছেন তিনি ৷ ব্রাজিল ম্যাচের মিডফিল্ড জেনারেল কেভিন ডি ব্রুয়েন ফলস নাইন হিসেবে অপারেট করতে পারেন ৷
তবে ব্রাজিল ম্যাচের এই ছকেই ফ্রান্স ম্যাচে বেলজিয়াম নামবে কিনা তা লাখ টাকার প্রশ্ন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, Belgium, Belgium vs France, France, Theiry Henry