#কলকাতা: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনা আর নেই ৷ একথা ভাবতেই কেমন যেন লাগছে ফুটবলপ্রেমীদের ৷ আর্জেন্টিনা দেশটাকেই অনেকে তাঁর জন্য চিনেছে ৷ মারাদোনার খেলা দেখেই অনেকের বেড়ে ওঠা ৷ মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক দিয়েগো মারাদোনা প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০। মারাদোনার প্রয়াণের খবরে শোকাহত সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
দিয়েগো মারাদোনার প্রয়াণে শোকবার্তা ট্যুইট করল এফসি বার্সেলোনার। ১৯৮২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বার্সেলোনা ক্লাবের হয়ে অসাধারণ খেলেন মারাদোনা। 'সবকিছুর জন্য ধন্যবাদ, দিয়েগো', এই লিখে ট্যুইট করল বার্সেলোনা। 'মারাদোনার চলে যাওয়ায গভীর শোক প্রকাশ এফসি বার্সেলোনার। ৮২-৮২ এই ক্লাবেই খেলতেন দিয়েগো মারাদোনা। গোটা বিশ্বের কাছে ফুটবলের আইকন। চির নিদ্রায দিয়েগো'
FC Barcelona expresses its deepest condolences regarding the death of Diego Armando Maradona, a player for our club (1982-84) and an icon of world football. Rest in peace Diego
— FC Barcelona (@FCBarcelona) November 25, 2020
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মস্তিষ্কে অস্ত্রোপচারের ৮ দিন পরে তাঁকে বুয়েনস আইরেসের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। নিয়ে যাওয়া হয়েছিল এক ক্লিনিকে। সেখানে তাঁর অ্যালকোহল আসক্তি দূর করার চিকিৎসা চলছিল। প্রসঙ্গত, খেলা ছাড়ার পর দু’বার কলকাতা এসেছিলেন ফুটবলের রাজপুত্র। তাঁকে ঘিরে অভাবনীয় উচ্ছ্বাস, অভূতপূর্ব আবেগে ভেসে গিয়েছিল কল্লোলিনী কলকাতা।
পৃথিবীর সর্বকালীন সেরা ফুটবলারদের অন্যতম আর্জেন্টিনাকে ১৯৮৬ সালের বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন৷ নিজের গগনচুম্বী কেরিয়ারের যেটা একটা মাইলফলক৷ তিনি ক্লাব হিসেব বোকা জুনিয়ার্স, নাপোলি, বার্সেলোনার হয়ে চমৎকার পারফরম্যান্স দিয়েছেন৷ সারা পৃথিবীর মানুষ তাঁর ফ্যান ছিল৷ তবে ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর হ্যান্ড অফ গড তাঁকে বিখ্যাত করে রেখেছেন৷