হোম /খবর /ফুটবল /
ক্রিস্টমাস উপলক্ষ্যে দক্ষিণী এই শহরের অভিনব শ্রদ্ধার্ঘ্য মারাদোনাকে

ক্রিস্টমাসে দক্ষিণ ভারতের এই শহর অভিনব শ্রদ্ধার্ঘ্য জানাল মারাদোনাকে

দক্ষিণ ভারতের এই শহর অভিনব শ্রদ্ধার্ঘ্য জানাল মারাদোনাকে

দক্ষিণ ভারতের এই শহর অভিনব শ্রদ্ধার্ঘ্য জানাল মারাদোনাকে

আর্জেন্তিনাকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ককে অভিনব শ্রদ্ধার্ঘ্য জানাল তামিলনাড়ুর রামানাথাপুরম৷ সেখানকার এক বেকারিতে চারদিন ধরে তৈরি হল একটি ৬ ফুটের কেক৷ যা দেখলে মনে হবে যেন ঠিক মারাদোনার মূর্তি৷

  • Last Updated :
  • Share this:

#রামানাথাপুরমশিল্পীদের কখনও মৃত্যু হয় না৷ কথাটা শতকরা একশ শতাংশই সত্যি৷ কারণ শিল্পীরা বেঁচে থাকেন অনুগামীদের মনে, তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে৷ ফুটবল খেলা যদি শিল্প হয়ে থাকে, তাহলে তাঁর অন্যতম সেরা শিল্পী হিসেবেই এই খেলার ইতিহাসে ভাস্বর হয়ে থাকবেন দিয়েগো মারাদোনা৷

ঠিক এক মাস দু'দিন আগেই আপামোর বিশ্বকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন 'ফুটবল ঈশ্বর' মারাদোনা৷ আজও তাঁর প্রয়াণের শোক কাটিয়ে উঠতে পারেননি বহু মানুষ৷ আর্জেন্তিনাকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ককে অভিনব শ্রদ্ধার্ঘ্য জানাল তামিলনাড়ুর রামানাথাপুরম৷ সেখানকার এক বেকারিতে চারদিন ধরে তৈরি হল একটি ৬ ফুটের কেক৷ যা দেখলে মনে হবে যেন মারাদোনার মূর্তি৷ ৬০ কেজি চিনি ও ২৭০টি ডিম ব্যবহার করা হয়েছে এই কেকটি বানাতে৷ এমনটাই রিপোর্ট সংবাদ সংস্থা এএনআই-এর৷

রামানাথাপুরমের ওই বেকারির কর্মচারী সতীশরঙ্গনাথন জানিয়েছেন, "আমরা মারাদোনাকে শ্রদ্ধা জানাতেই এই কেক বানিয়েছি৷ উনি গত মাসে আমাদের ছেড়ে চলে গিয়েছেন৷ ঠিক যেমন ভাবে সচিন তেন্ডুলকর ক্রিকেটের জন্য, উসেইন বোল্টকে দৌড়ের জন্য, মাইক টাইসন বক্সিংয়ের জন্য মনে থাকবেন, তেমনই মারাদোনা মনে থাকবেন ফুটবলের জন্য৷ আমরা চাই তরুণ প্রজন্ম মোবাইল ফোন ও কম্পিউটার ছেড়ে মাঠে গিয়ে খেলুক৷"রামানাথাপুরমের এই বেকারিতে প্রতি বছরই ক্রিস্টমাসের সময় কেক দিয়ে সেলেব্রিটিদের মূর্তি বানানো হয়৷ শেষ কয়েক বছরে ইলাইয়ারাজা, আব্দুল কালামের মতো মানুষদের কেকের মূর্তি হয়েছে৷

৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৫ নভেম্বর মারা যান মারাদোনা৷ মরেও তিনি শান্তি পাননি৷ তাঁর সম্পত্তির ভাগাভাগি নিয়ে তাঁর ছেলে-মেয়ে থেকে শুরু করে প্রাক্তন স্ত্রী-বান্ধবীরাও রয়েছেন৷ এমনকী লড়াইয়ে রয়েছেন সাংবাদিক থেকে চিত্রসাংবাদিকও৷ মনে করা হচ্ছে প্রয়াত মারাদোনার সম্পত্তির পরিমাণ ১ থেকে ৪ কোটি ডলার। আদালতে দাবি উঠেছে, প্রমাণ সংগ্রহের জন্য দরকার হলে মারাদোনাকে কবর খুঁড়ে বার করা হতে পারে৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Diego Maradona, Fifa