#কলকাতা: ফাইনালের আগে ফাইনাল মহড়া। হাইভোল্টেজ ম্যাচে, যুবভারতীতে হাইভোল্টেজ নিরাপত্তা। পাউচ ঠেকাতে স্টুয়ার্টের হাতিয়ার এবার বডি ক্যামেরা। এই ক্যামেরাই চিহ্নিত করবে দোষীদের। আজ বিধাননগরের ডিসি সদর সন্তোষ পাণ্ডে জানিয়েছেন, ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচে স্টেডিয়াম জুড়ে বসানো হচ্ছে ৪০০ সিসিটিভি।
৮ অক্টোবর, কলকাতায় যুব বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই যুবভারতীকে দুর্গে পরিণত করেছেন প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে ব্যাগ-ছাতা থেকে আরও অনেক কিছু। তবুও নিরাপত্তার ফাঁক গলে গত রবিবার ব্রাজিল-জার্মানি ম্যাচে জলের পাউচ পড়েছে মাঠে। জার্মানির বিরুদ্ধে গোলের পর ব্রাজিল সেলিব্রেশনের সময় জলের পাউচ মাঠে উড়ে আসে। যা খানিকটা হলেও বিধাননগর পুলিশের কপালের ভাঁজকে পুরু করেছে। তাই বুধবার হাইভোল্টেজ ব্রাজিল-ইংল্যান্ড সেমিফাইনালে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ৷
মোট কথায় পাউচ কাণ্ডের পর আর কোনও ঝুঁকি নয়। দু্র্গের যুবভারতী শেষ পর্যন্ত মারাকানা হবে না কী ওয়েম্বলি, তা জানা যাবে বুধবার ৯০ মিনিট পরেই।