হোম /খবর /ফুটবল /
আইএসএলে শেষ ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। নিয়মরক্ষার ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা

আইএসএলে শেষ ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। নিয়মরক্ষার ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা

Photo Courtesy- SC East Bengal/Facebook

Photo Courtesy- SC East Bengal/Facebook

ওড়িশা এফসির বিরুদ্ধে জিতলেও পয়েন্ট টেবিল উঠে আসার বিশেষ সম্ভাবনা নেই এসসি ইস্টবেঙ্গলের।

  • Share this:

#কলকাতা: শনিবার সাতের আইএসএলে শেষ বার লাল-হলুদ। নিয়ম রক্ষার ম্যাচে রবি ফাওলারের দলের প্রতিপক্ষ ওড়িশা এফসি। পয়েন্ট তালিকায় যারা ইস্টবেঙ্গলেরও নীচে। ১৯ ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১১ দলের আইএসএলে পয়েন্ট টেবিলের তলানিতে ওড়িশা এফসি। ইস্টবেঙ্গল রয়েছে নবম স্থানে। ১৯ ম‍্যাচে লাল হলুদের সংগ্রহ ১৭ পয়েন্ট।

ওড়িশা এফসির বিরুদ্ধে জিতলেও পয়েন্ট টেবিল উঠে আসার বিশেষ সম্ভাবনা নেই এসসি ইস্টবেঙ্গলের। কারণ পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে চেন্নাইয়িন এফসি। ২০ ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে সাতের আইএসএল এই বারের মতো শেষ চেন্নাইয়িন এফসির। এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে চেন্নাইয়িনের গোল পার্থক্য অনেকটাই। পয়েন্ট টেবিলে এক ধাপ উঠে আট নম্বরে শেষ করতে হলে ফাওলারের দলকে চার বা  চারের বেশি গোলের ব্যবধানে হারাতে হবে ওড়িশা এফসি-কে। তাগিদহীন লাল হলুদ ফুটবলারদের জন্য লক্ষ্যটা একটু বেশিই কঠিন।

স্টিভেন ডায়াসের ওড়িশার অবস্থাও ভালো নয়। শেষ ম্যাচে মুম্বই সিটির বিরুদ্ধে হাফ ডজন গোল খেয়েছেন ভিনীথ রাই, দিয়েগো মরিসিওরা।  টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া দুই দলের নিয়ম-রক্ষার শেষ ম্যাচ নিয়ে তাই মাথাব্যাথা নেই ফুটবল মহলের। বরং মাঠের বাইরে এসসি ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আগ্রহ ফুটবল বিশেষজ্ঞদের। বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট ক্লাবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের অবসানে কোন পথে হাঁটবে সেই নিয়ে চর্চা বেশি বটতলায়!

নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কার্ড সমস্যায় খেলেননি মাঘোমা, ড‍্যানি ফক্সরা। অজানা কারণে দলে ছিলেন না পিলকিংটন। চোট থাকায় নামেননি নাইজেরীয় স্ট্রাইকার ব্রাইট এনোবাখারে। ওড়িশা এফসির বিরুদ্ধে আইএসএল শেষের ম্যাচে সেরা একাদশ নামিয়ে ব্রিটিশ কোচ মান রক্ষার পথে হাঁটবেন ? না কি টুর্নামেন্ট জুড়ে সেই একই পরীক্ষা-নিরীক্ষার পথেই  হাঁটবেন ওড়িশার বিরুদ্ধে? সেটাই এখন দেখার! শতবর্ষের লাল-হলুদে আইএসএলের শেষটা অন্তত প্রিয় ক্লাবের জয় দেখতে অপেক্ষায় লক্ষ লক্ষ লাল হলুদ জনতা।

PARADIP GHOSH :

Published by:Debamoy Ghosh
First published:

Tags: ISL, SC East Bengal