#কলকাতা: ব্রিউস্টার ম্যাজিকে সাঙ্গ সাম্বা। ইংল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরে যুব বিশ্বকাপের সেমিফাইনালে হার ব্রাজিলের। ম্যাচে হ্যাটট্রিক ব্রিউস্টারের। এই বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার হ্যাটট্রিক হয়ে গেল ব্রিউস্টারের। ইংল্যান্ডের যুব দলের ইতিহাসে তিনিই এখন টপ স্কোরার।
অফিস টাইমের বুধবারে ৬৩ হাজার ৮০০ দর্শক। ম্যাচ শুরুর আগেই ভাগ হয়ে গিয়েছিল কলকাতা। ব্রাজিল না ইংল্যান্ড কে যাবে শনিবারের ফাইনালে ? ৯০ মিনিট পর কলকাতা থেকে আবিষ্কার ব্রিউস্টার।
১০, ৩৯, ৭৭ মিনিটে তিনটে হোল ৷ তাতেই প্যাক-আপ সাম্বা। ম্যাচের শুরু থেকেই রক সলিড ইংল্যান্ড। লায়ন্সদের দাপটে কোনও সময়েই দানা বাঁধেনি পাওলিনহো, অ্যালানদের আক্রমণ। যার নিট ফল দশ মিনিটে ব্রিউস্টারের প্রথম গোল। ১১ মিনিটের মধ্যেই ওয়েসলির গোলে সমতায় ফেরে ব্রাজিল। তাতেও রক্ষা হয়নি। ৩৯ মিনিটে ব্রাজিল ডিফেন্সকে বোকা বানিয়ে ব্রিউস্টারের দ্বিতীয় গোল। এর মধ্যে সহজ সুযোগ নষ্ট বের্নারের। পেরেক ঠুকে গেল ৭৭ মিনিটে। লিঙ্কন-পাওলিনহোকে বোতলবন্দি করতেই আটকে গেল ব্রাজিল। শনিবার যুবভারতীতে ফাইনাল খেলবে ইংল্যান্ড। ব্রাজিল নামবে তৃতীয় হওয়ার লক্ষ্যে।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।