• Home
  • »
  • News
  • »
  • sports
  • »
  • কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর ! এগিয়ে আনা হল কাশ্মীর-মোহবাগান ম্যাচের সময়

কনকনে ঠান্ডায় কাঁপছে কাশ্মীর ! এগিয়ে আনা হল কাশ্মীর-মোহবাগান ম্যাচের সময়

ভূস্বর্গে পৌঁছে গেল টিম মোহনবাগান। রবিবার রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আই লিগের ম্যাচ।

ভূস্বর্গে পৌঁছে গেল টিম মোহনবাগান। রবিবার রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আই লিগের ম্যাচ।

ভূস্বর্গে পৌঁছে গেল টিম মোহনবাগান। রবিবার রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আই লিগের ম্যাচ।

  • Share this:

Paradip Ghosh

#শ্রীনগর: শ্রীনগর বিমানবন্দর থেকে টিমবাসের আগে-পরে সেনার কনভয়। শোনওয়ার এলাকার হোটেল লেমনট্রি-তে পৌঁছে বাকি দিন হোটেলবন্দি। ভূস্বর্গে পৌঁছে গেল টিম মোহনবাগান। রবিবার রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আই লিগের ম্যাচ।

কাশ্মীরের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তিন দিন আগেই ভূস্বর্গে কিবু ভিকুনার দল। বৃহস্পতিবারেও শ্রীনগর জুড়ে মেঘলা আকাশ আর কনকনে ঠাণ্ডা। রবিবার ম্যাচের দিনেও আবহাওয়া বদলাবে না বলেই পূর্বাভাস। রাতের বেলা তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কেরও নিচে। দিনের বেলা মেঘলা থাকলে তাপমাত্রা বড়জোড় এক থেকে ২ ডিগ্রি। অর্থাৎ শুধুমাত্র ডেভিড রবার্টসনের দলের ফিজিক্যাল ফুটবলই নয় রবিবারের ম্যাচে বেইতিয়া, গনজালভেসদের সামলাতে হবে প্রতিকূল আবহাওয়াকেও।

IMG-20200102-WA0155

ঠাণ্ডার সঙ্গে ঝুঝতে গ্লাভস, ফুলস্লিভ জার্সি সবই সঙ্গে নিয়ে গিয়েছে কলকাতার জায়ান্টরা। রবিবারের আবহাওয়ার পূর্বাভাষ দেখে শুনে ম্যাচের সময় এগিয়ে আনছেন আয়োজকরা। চেন্নাই ম্যাচ বেলা ১২টা-তে শুরু হলেও মোহনবাগান ম্যাচ শুরু হবে বেলা সাড়ে এগারোটাতে। কাশ্মীর পৌঁছে বৃহস্পতিবার আর অনুশীলনের ঝুঁকি নেননি কোচ কিবু ভিকুনা।

শ্রীনগরের অবস্থা এখনও স্বাভাবিক নয়। সড়কপথে সেনা টহল চলছে। রাস্তাঘাটও থমথমে। ভারতে আসার পর এমন পরিস্থিতিতে প্রথমবার পরে খানিকটা ঘাবড়েই ছিলেন বাগানের বিদেশিরা। দলের স্থানীয়দের কাছে বারে বারে উদ্বেগও প্রকাশ করছিলেন বেইতিয়া, পাপা বাবাকররা। হোটেল থেকে বেরোনোর অনুমতি ছিল না। হোটেলেও নেট কানেকশন সময় সময় বন্ধ। এমন পরিস্থিতিতে পড়ে খানিকটা হতভম্ব কিবু ভিকুনার ছেলেরা। আয়োজক রিয়েল কাশ্মীর কতৃপক্ষের দাবি অবস্য, রবিবার মোহনবাগানের ম্যাচ দেখতে উপচে পড়বে গ্যালারি। চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর স্থানীয়দের মধ্যে মোহনবাগান-রিয়াল কাশ্মীর ম্যাচ ঘিরে উ‍ৎসাহ তুঙ্গে। ৩৭০ ধারা প্রত্যাহারের পর ফুটবলকে সামনে রেখেই রোজের ছন্দে ফেরার চেষ্টায় কাশ্মীর। ম্যাচের দিন বহুস্তর নিরাপত্তা বলয়ে ঘেরা থাকবে স্থানীয় টিআরসি স্টেডিয়াম।​

Published by:Siddhartha Sarkar
First published: