কলকাতা : কলকাতা লিগের প্রাথমিক ক্রীড়াসূচি প্রকাশ করল আইএফএ ৷ লিগের প্রথম খেলা খেলবে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ৷ ৩ অগাস্ট থেকে শুরু হবে এবারের কলকাতা লিগ ৷
কলকাতা লিগের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ঘরের ছেলের দলের ৷ কারণ তাদের প্রতিপক্ষ মনোরঞ্জন ভট্টাচার্যের টালিগঞ্জ অগ্রগামী ৷ এদিকে একদিন বাদেই অভিযান শুরু করবে মোহনবাগান ৷ প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঠচক্র ৷
সাদাকালো ব্রিগেড অর্থাৎ মহমেডান স্পোর্টিং অভিযান শুরু করবে অগাস্টের ৫ তারিখ ৷
তিন হেভিওয়েটে -র এখনও অবধি দুটি করে ম্যাচের ক্রীড়াসূচি ঘোষণা করেছে আইএফএ ৷ ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান এরপর ৬ তারিখ, ৭ তারিখ ও ৮ তারিখ খেলবে ৷ তিনটি ম্যাচে তিন হেভিওয়েটের প্রতিপক্ষ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেনবো, আরিয়ান ৷
তবে ডার্বি কবে খেলা হবে তা নিয়ে কোনও রকমের ইঙ্গিত এখনও দেয় নি আইএফএ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Football, Kolkata, Kolkata League