হোম /খবর /ফুটবল /
‘নো ইস্টবেঙ্গল, নো আইএসএল’ ব্যানারে ছয়লাপ যুবভারতী, দেব-ব্রততে আশায় লাল-হলুদ

‘নো ইস্টবেঙ্গল, নো আইএসএল’ ব্যানারে ছয়লাপ যুবভারতী, দেব-ব্রততে আশায় লাল-হলুদ

যুবভারতী জুড়ে ‘নো ইস্টবেঙ্গল, নো আইএসএল’ ব্যানার। আই লিগে শনিবার যুবভারতীতে ফিরছে ইস্টবেঙ্গল।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: ‘নো ইস্টবেঙ্গল, নো আইএসএল।’ বিধাননগর স্টেডিয়াম জুড়ে ব্যানারের ছড়াছড়ি। সৌজন্যে বিধাননগর ও বেলেঘাটা ইস্টবেঙ্গল ফ্যানস। ক্লাব শীর্ষকর্তা দেবব্রত সরকার অবশ্য জানিয়ে দিলেন, ‘‘ইস্টবেঙ্গল আগামী মরশুমেই আইএসএল খেলবে। এবং অবশ্যই নিজেদের ক্ষমতায়, নিজেদের দমে খেলবে।’’

আইএসএল ও বিনিয়োগকারী প্রসঙ্গে চোয়াল শক্ত লাল-হলুদ শীর্ষকর্তার।শনিবার যুবভারতীতে আই লিগের প্রথম হোম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। কল্যাণী থেকে কলকাতা পৌঁছতে লেগে গেল ১৪টা ম্যাচ। উনিশের ডার্বি যুবভারতীতে খেললেও সেটা ছিল মোহনবাগানের হোম ম্যাচ। সেক্ষেত্রে শনিবারই এবারের আই লিগের প্রথম কোন হোম ম্যাচ যুবভারতীতে খেলবেন কোলাডো, মার্কোসরা।

কল্যাণীর অপ্রশস্ত মাঠ ছেড়ে শনিবার সন্ধ্যায় যুবভারতীতে নামার প্রসঙ্গ উঠতেই ইস্টবেঙ্গল কোচের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। চেনা যুবভারতীতে ফিরে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল মারিও রিভেরার। এদিকে, হাওয়ায় ভাসতে থাকা গুজব উড়িয়ে চার্চিল দলের সঙ্গেই শহরে এসেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন উইলস প্লাজা। অনুশীলনও করলেন। তবে নড়াচাড়ায় আড়ষ্ঠতা। শুক্রবার অনুশীলনেও এক প্রস্থ হালকা চোট পেলেন। তবে পুরোন দলের বিরুদ্ধে খেলবেন প্লাজা।

মোহনবাগান ম্যাচে ৩-০ গোলে হারের হ্যাংওভার চোখে মুখে মেখেই শনিবার সন্ধে পাঁচটায় যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবেন  সিসে, আবু বকররা। কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরছেন ত্রিনিদাদ-টোবাগোর ডিফেন্ডার রবার্ট প্রিমাস। বাগানের বেইতিয়া, গঞ্জালেজরা গোয়ান ক্লাবের আত্মবিশ্বাস তালগোল পাকিয়ে দিয়েছে।

শনিবার যুবভারতীতে দোমড়ানো-মোচড়ানো চার্চিলের বিরুদ্ধে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে আসা ইস্টবেঙ্গল সেই সুযোগ কতোটা নিতে পারেন, দেখার সেটাই। কার্ড সমস্যায় শনিবার কাশিম আইদারাকে ছাড়াই দল সাজাতে হবে মারিও রিভেরাকে। গোলে রালতে। ডিফেন্সে মেহতাব সিং, আশির আখতারের সঙ্গী হওয়ার সম্ভাবনা সামাদ ও আভাষের। মাঝমাঠে ভিক্টর পেরেজ, জুয়ান মেরা, ব্রেন্ডনের সঙ্গে রাউলপুইয়া বা তনডোম্বা। ওপরে মার্কোস।

ইস্টবেঙ্গলে আনসুমানা ক্রোমার বিদায় একরকম নিশ্চিত। কোচ মারিওর সঙ্গে ক্রোমার সম্পর্কের যা টানাপোড়েন, তাতে লাল-হলুদে ক্রোমা পর্বে ফুলস্টপ পড়তে চলেছে। সোমবার কাকভোরে শহরে এসে পৌঁছচ্ছেন কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টা। জনি এলেই ধন্যবাদ জানিয়ে দেওয়া হবে লাইবেরিয়ান স্ট্রাইকারকে।

PARADIP GHOSH

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: East Bengal, ISL