#সেন্ট পিটার্সবার্গ: বিতর্ক পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। কোচ নিয়ে নানা প্রশ্নের মাঝে নাইজেরিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ ফাঁস। শুধু গোলকিপার কাবালেরোই নয়, বসানো হচ্ছে আগুয়েরোকে। মেগা ম্যাচের জন্য তৈরি মুসার নাইজেরিয়া।
কোচ নিয়ে গৃহযুদ্ধ। সাম্পাওলির নামে বিষোদগার। এরই মাঝে দলের মহাতারকার জন্মদিন। বিশ্বকাপ জয়ের শপথ। টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচের আগে আর্জেন্টিনা এমন পরিস্থিতিতে। নাইজেরিয়ার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে প্রথম একাদশ লিক হয়ে গিয়েছে।
টিমে আসছে ৫টি পরিবর্তন। বাদ পড়ছেন গোলরক্ষক কাবালেরো। তাঁর পরিবর্ত ফ্যাঙ্কো আরমানি। কোপ পড়ছে মার্কাদো, আকুনা, সার্জিও আগুয়েরো ও ম্যাক্সির উপর। এঁদের বদলে আসছেন রোহো, বানেগা, হিগুয়েন ও ডি মারিয়া। ফের সাইডবেঞ্চে বসতে হবে ডিবালাকে। এই মুহূর্তে সমস্যার পাহাড়ে আর্জেন্টিনা। প্রতি ম্যাচে একাধিক পরিবর্তন হওয়ায় দল ছন্নছাড়া। ছকও ঘেঁটেছে। আইসল্যান্ডের বিরুদ্ধে ৪-২-৩-১ থেকে সাম্পাওলি ক্রোয়েশিয়া ম্যাচে ৪-৩-৩ ছকে ফেরেন। বদলি হিসাবে আসা পেরেজ ভরসা দিতে ব্যর্থ। মেসিকে কীভাবে আটকানো যায় তা দেখিয়েছে আইসল্যান্ড। সেই ছকে নাইজেরিয়া এগোলে প্ল্যান বি নেই আর্জেন্টিনার। বিশ্বকাপে নাইজেরিয়ার বিরুদ্ধে রেকর্ড স্বস্তি দিচ্ছে সমর্থকদের। দু'দল তিনবার মুখোমুখি হয়েছে। প্রতিবার জিতেছে আর্জেন্টিনা। মেসির শেষ বিশ্বকাপ গোল চার বছর আগে নাইজেরিয়ার বিরুদ্ধে। সুপার ঈগলদের চোট-আঘাত বা কার্ড সমস্যা নেই। ফরোয়ার্ড মুসার ফর্ম ভরসা দিচ্ছে নাইজেরিয়াকে। তবে ডিফেন্স নিয়ে তাদের ভাবতে হচ্ছে ।
যদি, অঙ্কের অনেক হিসেব। অন্য দলের হাতে তাদের বিশ্বকাপ ভাগ্য। নাইজেরিয়ার বিরুদ্ধে নিজেদের দায়িত্ব পালন করতে চান মেসিরা। তিন পয়েন্ট এলেই শেষ ষোলোর অঙ্ক শুরু হবে। অন্যদিকে আর্জেন্টিনাকে হারালেই নকআউটের টিকিট। সুযোগ হাতছাড়া করতে চাইছেন না মুসারাও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, Argentina, FIFA 2018, Lionel Messi