#কলকাতা: ময়দানে চলতি প্রবাদ পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল যেন খোঁচা খাওয়া বাঘ। ২০২০-র এই খারাপ সময়ে এসেও সেটাই যেন আরও একবার প্রমাণিত। কোয়েসের সঙ্গে চুক্তি ভঙ্গের পর বিনিয়োগকারী ও আইএসএল খেলার ইস্যুতে বারে বারে প্রশ্নের মুখে পড়েছিলেন লাল-হলুদ কর্তারা। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে আবারও ঘুরে দাঁড়াল ইস্টবেঙ্গল।
চূড়ান্ত হয়ে গেল লাল হলুদের নতুন বিনিয়োগকারী। লাল হলুদের নতুন বিনিয়োগকারী শ্রী সিমেন্ট। কথাবার্তা, চুক্তির খসড়া সবই চূড়ান্ত। এ দিন নবান্ন থেকে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে ইস্টবেঙ্গলের শুভযাত্রার বার্তা দিয়ে বলেন, "বাংলার ফুটবল অনিশ্চয়তা থেকে ঘুরে দাঁড়াল, তাই আমি খুশি। " একই সঙ্গে তিনি জানান প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে জারি হওয়া রাষ্ট্রীয় শোককের কারণে ইস্টবেঙ্গল ক্লাব এই নতুন যাত্রা উদযাপন করবে ৮ সেপ্টেম্বর।
একটা বিষয় পরিষ্কার, বিনিয়োগকারী চলে আসায় এবারের আইএসএল খেলার বিষয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে লাল-হলুদের। সেক্ষেত্রে হয়তো ৮ তারিখই দলের পক্ষ থেকে এই সংবাদ আনুষ্ঠানিক ভাবে দেওয়া হবে।
ইতিমধ্যেই গোয়ায় দশ দলের আইএসএল-র খসড়া প্রায় চূড়ান্ত এফএসডিএলের। তবে লিগ সূচি অঘোষিত। এই অবস্থায় আইএসএলে অংশগ্রহণের জন্য নতুন উদ্যোমে মাঠে নেমেছে ইস্টবেঙ্গল। এটিকে-র সঙ্গে মিলিত হয়ে আগেই আইএসএলে চূড়ান্ত হয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান। ইস্টবেঙ্গল সদস্য সমর্থকরাও আইএসএল খেলার জন্য উদগ্রীব ছিলেন। সেই জায়গা থেকেই অনেকটা এগিয়ে গেল লাল হলুদ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal, ISL