#SameGoals: মেয়েদের আরও বেশি ফুটবলমুখী করতে ম্যাঞ্চেস্টার সিটির সুপারহিট পদক্ষেপ

#SameGoals: মেয়েদের আরও বেশি ফুটবলমুখী করতে ম্যাঞ্চেস্টার সিটির সুপারহিট পদক্ষেপ
  • Share this:

#কলকাতা: ফিরে এল ম্যাঞ্চেস্টার সিটির #SameGoals প্রজেক্ট ৷ গত বছরের সাফল্যর পর এবছরও ব্যাপক সাড়া ফেলেছে ইংল্যান্ডের ফুটবল ক্লাবের এই প্রয়াস ৷ ফুটবলে মেয়েদের সংখ্যা বৃদ্ধি করার উদ্দেশ্যেই ম্যাঞ্চেস্টার সিটির পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে ৷ যেখানে বিনামূল্যে ফুটবল বিতরণও করা হচ্ছে মেয়েদের ৷

প্রচুর সংখ্যায় মহিলারা এতে অংশগ্রহণ করেছেন ৷ এবছরও #SameGoals ফুটবল উৎসবের আয়োজন করা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন শহরে ৷ যার মধ্যে কলকাতাও রয়েছে ৷ ভারতে ২০৫,০০০ সদস্য রয়েছে ক্লাবের ৷ এর পাশাপাশি ম্যাঞ্চেস্টার সিটি-র ১০টি অফিশিয়াল সাপোর্টার ক্লাবও রয়েছে এদেশে ৷ ভারতের মেয়েরা তাতে যথেষ্ট প্রভাবিত হয়েছে বলেই দাবি ক্লাবের ৷ ট্যুইটার ও ইন্সটাগ্রাম-এ অনেক বেশি সংখ্যায় ভিডিও পোস্ট করছেন মেয়েরা ৷ যেগুলি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে ৷

#SameGoals নিয়ে ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার জিল স্কট বলেন, ‘‘ আমি ফুটবল খেলতে পছন্দ করি ৷ যথেষ্ট আনন্দ দেয় আমাকে ৷ এর ফলে অনেক নতুন বন্ধুকে যেমন আমরা পাই ৷ তেমনি আরও বেশি ফিটও থাকতে পারি ৷ এই Same Goals-এর মাধ্যমে মেয়েরা যেমন নিজেদের ফুটবল স্কিল দেখানোর সুযোগ পাচ্ছেন ৷ তেমনি বিনামূল্যে মেয়েদের ফুটবল বিতরণের প্রয়াস অত্যন্ত ভাল ৷ কারণ এর ফলে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারছে তারা ৷ যে কোনও জায়গায় যে কোনও সময় ফুটবল প্র্যাকটিসটাও সারতে পারছেন মেয়েরা ৷ ’’

First published: 06:49:41 PM Mar 25, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर