#লন্ডন : খেতাব তারা জিতছেন আগেই স্থির হয়ে গিয়েছিল ৷ আর রবিবার হাডারসফিল্ড টাউনের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের দিন হাতে পেয়ে গেল ট্রফি ৷
ঘরের মাঠে যেদিন খেতাব পাওয়া যাবে সেদিনের ম্যাচ যদি গুয়ারদিওলার ছেলেরা জিততে পারত তাহলে হয়ত আনন্দটা ডবল হয়ে যেত ৷ কিন্তু যখন তা হল না, তখন ট্রফি জয়ের আনন্দেই মাতোয়ারা হলেন সকলে ৷
এদিন সিটি-র ঘরের মাঠে তিলধারণের জায়গা ছিল না ৷ এতিহাদে এদিনেপ ম্যাচে ড্র করার পর সিটি-র ৩৬ ম্যাচে ৩০ টি-তে জয় নিয়ে ৯৪ পয়েন্ট হল ৷ যাতে রয়েছে ৪টি ড্র এবং ২ টি মাত্র হার ৷ ম্যানচেস্টার প্রতিদ্বন্দ্বী ম্যান ইউ রইল ইপিএল টেবলের দু‘নম্বরে ৷ দুই দলের মধ্যে পয়েন্টের পার্থক্য ১৭, কারণ ইউনাইটেডের পয়েন্ট ৭৭ ৷
এদিনের ম্যাচ জয়ের পর দেখা গেল ট্রফি জয়ের আনন্দের চেনা টুকরো ছবি-র কোলাজ ৷ দেখুন সেই সেলিব্রেশন ভিডিও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EPL, Manchester City