corona virus btn
corona virus btn
Loading

ইস্টবেঙ্গলের শতবার্ষিকীর গেট ভাঙচুর, অভিযুক্তদের কালো তালিকা করার দাবি

ইস্টবেঙ্গলের শতবার্ষিকীর গেট ভাঙচুর, অভিযুক্তদের কালো তালিকা করার দাবি
Photo - Video Grab

মোহনবাগান সমর্থকদের অভব্যতার নিন্দা করেছেন প্রাক্তন ফুটবলাররা

  • Share this:

#কলকাতা: ইস্টবেঙ্গলের শতবার্ষিকীর গেট ভাঙচুর। নিন্দার ঝড় ময়দান জুড়ে। দোষীদের শাস্তির সওয়াল দুই প্রধানে খেলে যাওয়া প্রাক্তনীরা।লক্ষ্মীবারে আবার কলঙ্কিত হল ময়দানের ফুটবল। সৌজন্যে মোহনবাগানের কিছু অভব্য সমর্থক। উন্মত্ত সমর্থকদের তাণ্ডবে ভাঙল লাল-হলুদের শতবার্ষিকীর গেট। যে ঘটনার সমালোচনায় সরব হয়েছেন অতীতের তারকারা। অভিযুক্তদের কালো তালিকা করার দাবি জানিয়েছেন তাঁরা।

কলকাতা ময়দানে চেনা মুখ সমরেশ চৌধুরী, গৌতম সরকাররা। মোহনবাগান সমর্থকদের এই কাণ্ডে ক্ষুব্ধ তাঁরাও। ঘটনা সামনে আসার পরই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন মোহনবাগান কর্তারা।

মোহনবাগান সমর্থকদের অভব্যতার নিন্দা করেছেন প্রাক্তন ফুটবলাররা। তেমনি পদক্ষেপ করার জন্য কর্তাদের সাধুবাদও জানিয়েছেন ৷

আরও দেখুন

First published: August 9, 2019, 10:46 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर