Home /News /sports /
আর্জেন্টিনার জাতীয় দলে নেই মেসি!

আর্জেন্টিনার জাতীয় দলে নেই মেসি!

Photo Courtesy : AP

Photo Courtesy : AP

 • Share this:

  #বুয়েনস আয়ার্স : বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায়ের পরেই গেল গেল রব উঠেছিল  ৷ তবে কোপা আমেরিকায় দলের হারের পর লিওনেল মেসি-সহ একাধিক ফুটবলার যেভাবে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন এবার ঠিক সেরকম হয়নি ৷

  নতুন দায়িত্বে আসা কোচ লিওনেল স্কালোনি-জানিয়েছিলেন মেসির সঙ্গে কথা বলার পরেই তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত জানতে পারবেন ৷ এদিকে এরমধ্যেই দুটি প্রীতি ম্যাচের জন্য দলে বাদ দিয়ে দেওয়া হল এলএম টেনকে ৷

  বাদের তালিকায় বার্সিলোনার মেসি ছাড়াও রয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির সের্জিও আগুয়েরো, পিএসজি–র অ্যাঞ্জেল ডি–মারিয়া, এসি মিলানের গঞ্জালো হিগুয়েন ছাড়াও নিকোলাস ওটামেন্ডি, এভার বানেগারা।

  আরও পড়ুন - প্রিয়াঙ্কার পছন্দ করা পোশাকেই রোকা দেখলেন হবু শাশুড়ি-শ্বশুর, চিনে নিন তাঁদের

  দলে বেছে নিয়েছেন ২০ টি নতুন ফুটবলারকে ৷ যার মধ্যে রয়েছেন বোকা জুনিয়ার্সের স্ট্রাইকার ক্রিশ্চিয়ান পাভন, ফিওরেন্টিনার জিওভান্নি সিমিওনে। বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া ইন্টার মিলান স্ট্রাইকার মাউরো ইকার্ডিকে দলে রাখা হয়েছে।

  প্রথম প্রীতিম্যাচ  ৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে গুয়াতেমালার বিরুদ্ধে। দ্বিতীয়টি ১১ সেপ্টেম্বর নিউ জার্সিতে কলম্বিয়ার বিরুদ্ধে।

  First published:

  Tags: Argentina, Football, Lionel Messi

  পরবর্তী খবর