#বার্সেলোনা: ফুটবল জীবনের শেষ দিকে বৃদ্ধাশ্রমে যেতে চান লিওনেল মেসি। ঘাবড়ে গেলেন? না, অবাক হওয়ার মত কিছু নেই। সম্প্রতি এক স্প্যানিশ দৈনিকে দেওয়া সাক্ষাতে এমন ইচ্ছের কথাই প্রকাশ করেছেন বার্সেলোনা তারকা। তবে বৃদ্ধাশ্রম বলতে আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) টুর্নামেন্টকে বোঝাতে চেয়েছেন তিনি।
ফুটবল দুনিয়ায় মজা করে এই নামেই ডাকা হয় মার্কিন ফুটবল লিগকে। অতীতে ডেভিড বেক্যাম, থিয়েরি অঁরি ও জালাটন ইব্রাহিভোমিচের মতো তারকা ছাড়াও বহু নামী ফুটবলার খেলে এসেছেন ওই লিগে। মেসি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে জীবন উপভোগ করার ইচ্ছে রয়েছে তাঁর। তিনি এমএলএসে খেলার প্রসঙ্গে বলেছেন, "মরশুম শেষ হওয়ার আগে পর্যন্ত ক্লাব বদল নিয়ে ভাবতে চাই না। আমি বার্সেলোনাকে ভালবাসি। আমার জীবনের বড় একটা অংশ জুড়ে রয়েছে এই ক্লাব। আমি চাই কেরিয়ারের শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে বার্সার নাম জড়িয়ে থাকুক। বার্সেলোনার সঙ্গে আমার সম্পর্কটা ভালবাসার। আমি জানি না সামনে কী ঘটবে!"
তবে পাশাপাশি মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার ইচ্ছার কথা গোপন করেননি তিনি। আমেরিকার ব্যস্ত এবং ঝলমলে জীবন কাছ থেকে দেখতে চান তিনি। পরিষ্কার জানিয়েছেন, "আমেরিকায় কিছু বছর কাটানোর ইচ্ছা আছে। মেজর লিগে খেলার ইচ্ছা আছে। তবে এসব ভাবনার পর্যায়ে। আমার পরিবারও যুক্তরাষ্ট্রে থাকতে চায়। কিন্তু এসব বাস্তব হবে না, হবে না এখনই বলতে পারব না"।
তবে মেসি ভবিষ্যতে কোচ হবেন না সেটা জানিয়ে দিলেন স্পষ্ট করে। স্বীকার করে নিলেন যে, ওই কাজের জন্য যে, পরিমাণ ধৈর্য দরকার সেটা তাঁর নেই। ফুটবল ছাড়ার পর মেসি ফিরতে চান বার্সেলোনায়। কোন ভূমিকায় নিজেকে প্রিয় ক্লাবে দেখতে চান সেটাও বলেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি বলেন, "শেষ পর্যন্ত আমি বার্সেলোনাতেই ফিরব। সেটা অন্য ভূমিকায়। হতে পারে ক্লাবের ক্রীড়া পরিচালক বা এরকম কিছু একটা পদে। কিন্তু ম্যানেজার হওয়ার কোনও ইচ্ছে আমার নেই।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lionel Messi