#কাজান: একেই বোধহয় বলে ভোল বদল। এক রাতেই কাজানের হাওয়া বদল। মাঠের বাইরের যুদ্ধে রোনাল্ডোর সঙ্গে স্কোর সমান করে নিলেন লিও মেসি।
কাজানের রামাদা হোটেলে উঠেছেন লিও মেসিরা। ফ্রান্স আগেই কাজানের অন্য একটি হোটেল দখল করেছিল। তাই রামাদা ছাড়া আর কোনও হোটেল ছিল না মেসিদের কাছে। কিন্তু হোটেলে পৌঁছতেই চক্ষু চড়কগাছ আর্জেন্টিনা দলের ম্যানেজমেন্টের। হোটেলের সামনেই রোনাল্ডোর বিশাল মুরাল। মেসি জানলা খুললেই দেখতে পেতেন সেই মুরাল।
কিছুটা কি অসন্তুষ্ট হয়েছিলেন লিও ? তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টাইন সুপারস্টারকে। আর্জেন্টিনা ম্যানেজমেন্টকে তুষ্ট করতে সঙ্গে সঙ্গেই হোটেলের দেওয়ালে আঁকা হয় লিও মেসির মুরাল। প্রি কোয়ার্টারে আজ নামছে আর্জেন্টিনা, পর্তুগাল দু’দলই। প্রি কোয়ার্টারে জিতলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারেন লিও-সিআরসেভেন। সেখানে অবশ্য শূন্য থেকেই শুরু করতে হবে দুই মহাতারকাকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, Argentina, Cristiano Ronaldo, FIFA 2018, Kazan, Lionel Messi, Mural