#বুয়েনস আয়ার্স : বিদায় বিশ্বকাপ হয়ে গেছে ৷ দেশে ফিরে গেছেন অনেকেই ৷ এলএম টেন ফিরেছেন বার্সেলোনায় ৷ মেসিকে নিতে হাজির ছিলেন তাঁর স্ত্রী আন্তোনেলা ৷
এদিকে চোখের সামনেই মেসি বিদায় দেখেছিলেন আন্তোনেলা। কাজানে বড় ছেলেকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনার খেলা দেখতে হাজির ছিলেন মেসির স্ত্রী। ফ্রান্সের কাছে পিছিয়ে পড়ার পর তিনিও অঘটনের আশায় ছিলেন।
কিন্তু নব্বই মিনিট পর কাজানে সবচেয়ে বড় অঘটনের শিরোনাম মেসির বিদায়। তাই হতাশ হয়েই মাঠ ছেড়েছেন আন্তোনেলা ।
কোপা আমেরিকায় দল রানার্স হওয়ার পর মেসি জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছিলেন ৷ তারপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশানের আবেদনে ফিরিয়ে নিয়েছিলেন সিদ্ধান্ত ৷
এবারও আর্জন্টিনা বিদায়ের পর জোরালো সম্ভবনা ছিল মেসি-র অবসরের সিদ্ধান্তের ৷ কিন্তু এখনও অবধি অবসর নিয়ে মৌন লিও মেসি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, Argentina, Lionel Messi