#বুয়েনস আয়ার্স: ২০১৪ –মারাকানা ফাইনাল আর্জেন্টিনা ফ্যানদের কাছে সেই দিনটা মনে পড়লেই আজও মনটা বিষন্নতায় ভরে যায় ৷ শুধু ফ্যানদেরই নয়, দিনটা মনে করে একইরকম দুঃখে ভেঙে পড়েন মেসি ও তাঁর সতীর্থরাও ৷
লিওনেল মেসি নিজেই এই কথা জানিয়েছেন ৷ সেই বিশ্বকাপ পেরিয়ে ৪ বছর চলে গেছে, সামনে আরও একটা বিশ্বকাপ দিন দশেকের মধ্যে কিন্তু সেই গ্লানি কখনই মোছার নয় জানিয়েছেন এলএম টেন ৷
আরও পড়ুন – রাশিয়া থেকে কি বিশ্বকাপ জিতে ফিরবে ব্রাজিল, কারা বদলে দেবেন ম্যাচের রঙ
এটা মেসির চতুর্থ বিশ্বকাপ, অভাবনীয় কোনও ঘটনা না ঘটলে এটাই তাঁর শেষ বিশ্বকাপ ৷ ফলে মেসির জন্য এটা ডু ইট নাউ ক্যাপশনের বাস্তবায়নের সময় ৷ মেসি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন আর্জেন্টিনায় রানার্সের কোনও জায়গা নেই ৷ তাই দু‘বারের কোপা আমেরিকা ফাইনালের ব্যর্থতা এবং ২০১৪ বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে তাঁদের সময় চাঙ্গা হয়ে ওঠার এবং মাঠে পারফরম্যান্স তুলে ধরার ৷
আরও পড়ুন – আইপিএল বেটিং সংক্রান্ত কাণ্ডে থানে পুলিশ স্টেশনে পৌঁছলেন আরবাজ খান
এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বেও শেষ ম্যাচে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নীল-সাদা ব্রিগেড ৷ কিন্তু বিশ্বকাপের মূলপর্বে অন্য আর্জেন্টিনাকে দেখা যাবে জানিয়েছেন মেসি ৷
১৬ জুন আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপের অভিযান শুরু করবে আর্জেন্টিনা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, Argentina, FIFA 2018, FIFA WC 2018, Lionel Messi, Russia World Cup, World Cp 2018