Home /News /sports /
কারাবাও কাপ ফাইনালে মুখোমুখি আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার সিটি, খেলার সরাসরি সম্প্রচার জিও টিভিতে

কারাবাও কাপ ফাইনালে মুখোমুখি আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার সিটি, খেলার সরাসরি সম্প্রচার জিও টিভিতে

ছবি সৌজন্যে - AFP

ছবি সৌজন্যে - AFP

কারাবাও কাপ ফাইনালে মুখোমুখি আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি, খেলার সরাসরি সম্প্রচার জিও টিভিতে

 • Share this:

  #মুম্বই: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, লিগ ফাইনালে মুখোমুখি আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার সিটি ৷ কারাবাও কাপের এই ফাইনাল ঘিরে উত্তেজনা ফুটছে দুই দলের অনুরাগীরা ৷ ফুটবল অনুরাগীদের জন্য সুখবর নিয়ে এল জিও ৷ টিভির পাশাপাশি এই ম্যাচ সরাসরি দেখা যাবে জিও টিভি অ্যাপেও ৷

  রবিবার ভারতীয় সময় রাত দশটায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলতে নামবে আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার সিটি ৷ ভারতে এই ম্যাত এমটিভি ও ভিএইচওয়ান চ্যানেলের সঙ্গে সঙ্গে লাইভ দেখা যাবে জিও টিভিতে ৷ এই সুযোগ পাবেন শুধুমাত্র জিও-এর প্রাইম গ্রাহকরা ৷ এর ফলে জিওর কোটি কোটি গ্রাহকেরা কোনও বাড়তি খরচ ছাড়াই ইংলিশ ফুটবলের অন্যতম সেরা দুই দলের খেলা দেখতে পাবেন স্মার্টফোনেই ৷

  First published:

  Tags: Arsenal vs Manchester City, CARABAO CUP FINAL, Jio TV, JIO Tv App, League Cup final

  পরবর্তী খবর