#কলকাতা: যুব বিশ্বকাপের প্রথম ম্যাচ আজ যুবভারতীতে ৷ ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে ৷ মাঠে আজ খেলা দেখতে আসবেন ৬৬ হাজার ৭০০ জন ৷ টিকিট সব অনেক আগেই শেষ ৷ মাঠে যাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রুটে বিশেষ বাসের ব্যবস্থাও করা হয়েছে ৷ মাঠে নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত জোরদার ৷ দর্শকদের স্বাচ্ছন্দ্যের সমস্ত ব্যবস্থাই মাঠের ভিতর মজুত রয়েছে ৷ কিন্তু চিন্তা একটাই, সেটা হল বৃষ্টি ৷ ফুটবল ম্যাচ হলেও সন্ধ্যায় বৃষ্টি হলেই সমস্ত আনন্দ মাটি হওয়ার আশঙ্কা দর্শকদের ৷
রবিবার সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু সল্টলেকজুড়ে ৷ আজ বিকেল পাঁচটা থেকেই যুবভারতীতে শুরু হচ্ছে যুব বিশ্বকাপের আসর ৷ আবহাওয়া দফতরের রিপোর্ট, সারাদিন মেঘলা আকাশ ৷ কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির আশপাশে ৷ গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬ মিমি ৷ আজ সকালে বৃষ্টি হলেও বিকেলে ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা কম ৷ তবে নির্ঝঞ্ঝাটে খেলা দেখার জন্য এখন বরুণ দেবতার কাছে প্রার্থনা করা ছাড়া উপায় নেই দর্শকদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: FIFA U17 WC, FIFA U17 World Cup 2017, Kolkata Weather, Kolkata Weather Report