হোম /খবর /ফুটবল /
ফের গড়াবে ফুটবল, ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ডিভিসন আইলিগ, তৈরি কল্যাণী

ফের গড়াবে ফুটবল, ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ডিভিসন আইলিগ, তৈরি কল্যাণী

Photo-Facebook

Photo-Facebook

খেলার আয়োজন করতে পেরে স্বাভাবিকভাবেই খুশি কল্যাণী স্টেডিয়াম কর্তৃপক্ষ।

  • Last Updated :
  • Share this:

# কল্যাণী: Footballকোভিড বিধি মেনে, অতিমারির মধ্যে দেশের মধ্যে প্রথম জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্ট আইলিগ দ্বিতীয় ডিভিশন শুরুর অপেক্ষায় কল্যাণী, শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে নদীয়ার কল্যাণী স্টেডিয়ামে৷

অতিমারীর জন্য গোটা বিশ্বে প্রভাব পড়েছে খেলাধুলায়। তারই মধ্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত আইলিগের দ্বিতীয় ডিভিশনের খেলা শুরু হবে ৮ই অক্টোবর থেকে।

অতিমারির মধ্যে প্রথম জাতীয় স্তরের ফুটবল খেলা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে  কল্যাণী স্টেডিয়াম ও সল্টলেক স্টেডিয়ামে আইলিগের দ্বিতীয় ডিভিশনের খেলা শুরু হবে। ৮ই অক্টোবর কল্যাণী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম গাড়োয়াল এফসি মুখোমুখি হবে।তারই প্রস্তুতি চলছে কল্যাণী স্টেডিয়াম জুড়ে।

কোভিড বিধি ও স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে প্রস্তুতি নিচ্ছে কল্যাণী স্টেডিয়াম। ইতিমধ্যেই কর্মীদের কোভিড টেস্ট করানো হয়েছে। প্রতি মুহূর্তে স্যানিটাইজিং চলছে স্টেডিয়াম জুড়ে। যদিও মাঠে কোনও দর্শক থাকবে না। কিন্তু পুলিশি ব্যবস্থা অটুট থাকছে। খেলোয়াড়দের জন্য বিশেষ টানেল তৈরি করা হচ্ছে। যেখান দিয়ে শুধুমাত্র খেলোয়াড় আর রেফারি যাতায়াত করবেন মাঠের মধ্যে। মাঠের মধ্যে সাধারণের প্রবেশ নিষেধ থাকছে। কর্মকর্তারাও নির্দিষ্ট জায়গায় বসবেন।

খেলার আয়োজন করতে পেরে স্বাভাবিকভাবেই খুশি কল্যাণী স্টেডিয়াম কর্তৃপক্ষ।

Published by:Debalina Datta
First published:

Tags: Football, Kalyani