#নয়া দিল্লি: কোভিড পজিটিভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল ফুটবল ফেডারেশনের তরফে খবরটি প্রকাশ্যে আনা হয়।FPF জানিয়েছে, রোনাল্ডোর শারীরিক অবস্থা স্থিতিশীল, করোনার কোনও উপসর্গ নেই। বর্তমানে আইসোলেশনে রয়েছেন । ৩৫ বছরের পর্তুগিজ তারকা সুইডেনের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় সুইডেনের বিরুদ্ধে আর খেলতে পারবেন না সিআর সেভেন।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সুইডেনের বিরুদ্ধে খেলবেন না রোনাল্ডো।' দলের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
সেপ্টেম্বর মাসেই UEFA Nations League-এ সুইডেনের বিরুদ্ধে ম্যাচে দেশের জার্সি গায়ে শততম গোল করেন রোনাল্ডো। পৃথিবীতে দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন সিআর সেভেন৷ ৩৫ বছরের জুভেন্তাস ফরোয়ার্ডের আগে এই নজির ছিল ইরানের আলি দায়েইয়ের৷ তিনি ইরানের হয়ে ১০৯টি আন্তর্জাতিক গোল করেছিলেন, ১৬৫ টি ম্যাচে এই নজির গড়েছিলেন৷
রোনাল্ডো গত বছর নভেম্বর মাসে লুক্সেমবার্গের বিরুদ্ধে নিজের ৯৯ তম গোলটি করেছিলেন৷ বক্সের বাইরে থেকে একটি শৈল্পিক শটে গোল করে যান পর্তুগিজ তারকা৷ পাঁচ বছরের ব্যালন ডি অর জয়ী-র ডিরেক্ট ফ্রি কিক থেকে এটি ৫৭ তম গোল৷ জাতীয় দলের জার্সি গায়ে তার মধ্যে এটি দশম ডিরেক্ট ফ্রি কিক থেকে গোল৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের হয়ে গোলের মধ্যে ১৭ টি এসেছে প্রীতি ম্যাচের মঞ্চে৷ বাকি সব গোলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে৷ লিথুয়ানিয়ার বিরুদ্ধে তাঁর গোলের সংখ্যা ৭, সুইডেনের বিরুদ্ধে ৬ টি, অ্যান্ডোরার বিরুদ্ধে ৫ টি গোল৷ আর্মেনিয়া, লাতভিয়া, লুক্সেমবার্গের বিরুদ্ধেও তাঁর ৫ টি করে গোল রয়েছে৷ জাতীয় দলের জার্সিতে রোনাল্ডোর ৬ টি হ্যাটট্রিক রয়েছে৷ FIFA World Cup - তাঁর জাতীয় দলের জার্সিতে গোলের সংখ্যা ৭, UEFA Euros গোলের সংখ্যা ৯৷
এখনও পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে খেলা রোনাল্ডোর সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের সুনীল ছেত্রী ও আর্জেন্টিনার লিওনেল মেসি ৷ তাঁদের ২ জনের গোলের সংখ্যা যথাক্রমে ৭২ ও ৭০৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cristiano Ronaldo