#বার্লিন: বিশ্বকাপে জার্মানির বিদায়ে অঘটন। জোয়াকিম লো’-র ভবিষ্যত নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। তবে সেসব জল্পনায় জল ঢেলে জার্মানির কোচ থাকছেন লো’ই।
আগেরবারের বিশ্বচ্যাম্পিয়ন। এবারে গ্রুপ লিগ থেকেই বিদায়। ৪০ বছরের জার্মানির ইতিহাসে সবথেকে খারাপ ফল। তারপরেও অবশ্য চাকরি যাচ্ছে না জোয়াকিম লো’য়ের। চার বছর আগেও লো’য়ের কোচ থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন নতুন করে জার্মান দলকে গড়ে তুলতে দায়িত্ব দেয় লো’র উপরে।
আরও পড়ুন-গোললাইন থেকে এগিয়ে পেনাল্টি সেভ, কিপারদের ‘প্রতারণায়’ তোলপাড় ফুটবল বিশ্ব
বিশ্বকাপের আগেই ২০২২ পর্যন্ত জার্মানির কোচের পদে নতুন করে চুক্তি করেছেন জোয়াকিম লো। চুক্তির খবর ফাঁস করেছে এক সংবাদমাধ্যম। পরেরবারের বিশ্বকাপের কথা মাথায় রেখে জার্মানি দলকে ঢেলে সাজানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। গ্রুপ লিগ থেকে বিদায় নিলেও তাই লো’তেই এখনও ভরসা জার্মান ফুটবল সংস্থারও, দাবি ওই সংবাদসংস্থার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, FIFA 2018, Germany, Germany Coach, Joachim Low