# গোয়া: পরিস্থিতি বদলাবে, বহুকাঙ্খিত গোলের দেখা মিলবে। আশাবাদী ছিলেন লাল হলুদ কোচ রবি ফাওলার। কোচের কাজ আশা রাখা। কিন্তু আশা আর বাস্তবের মধ্যে ফারাকটা প্রতিদিনই বেড়ে চলেছে এস সি ইস্টবেঙ্গলের। বৃহস্পতিবার তিলক ময়দানে ৩-৪-২-১ ছকে দল নামিয়েছিলেন রবি ফাওলার। দেখেই বোঝা যাচ্ছে লক্ষ্য ছিল মিডফিল্ড জোরদার করা। বাঁদিক দিয়ে পিলকিংটন,ডানদিকে মাগোমা,একটু নিচে জার্মান স্টেনম্যান। ওপরে সিঙ্গল স্ট্রাইকার জেজে। চমক বলতে সারাটা জীবন স্ট্রাইকার খেলা মোহাম্মদ রফিককে রাইট ব্যাক করে দিলেন কোচ। কিন্তু প্রথম থেকেই দাপট ছিল জামশেদপুরের।
প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যেতে পারত জামশেদপুর। আগের ম্যাচে এটিকে মোহনবাগানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল দলটা। কোচ ওয়েন কয়েল প্রচন্ড বুদ্ধিমান। গতবার চেন্নাইকে তিনি ফাইনালে তুলেছিলেন।একবার অনিকেত যাদব,অন্যবার ভালসকিসের শট, আরও একবার এজের হেড ক্রসপিসে লেগে ফিরে এল। ২৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লালকার্ড দেখলেন ইউজিন। ফলে বাকি সময়টা অতিরিক্ত সময়ের কয়েক মিনিট ছেড়ে দশজনে খেলতে হল। লাল কার্ড নিয়ে অবশ্য প্রশ্ন আছে। গোটা ম্যাচে নিজেদের গোল বাঁচানো ছাড়া এরপর আর কোনো লক্ষ্য ছিল না রবির দলের। জামশেদপুর দ্বিতীয়ার্ধে জ্যাকি এবং আইজ্যাককে নামিয়ে চাপ বাড়ানোর চেষ্টা করেছিল লাল-হলুদ ডিফেন্সে। কিন্তু শেষপর্যন্ত আইএসএলে নিজেদের প্রথম পয়েন্ট সংগ্রহ করল লাল হলুদ। আগের ম্যাচের জোড়া গোল করে নায়ক হলেও এদিন একটা শট ছাড়া ভালসকিস সেরকম কিছুই করতে পারেননি। প্রশংসার প্রাপ্য ইস্টবেঙ্গল রক্ষণের। গোলে এদিন শুরু করেছিলেন শংকর। কিন্তু ৬৮ মিনিটে চোট পাওয়ার ফলে তার বদলে নামতে হয় দেবজিতকে। ম্যাচে দুটো লাল কার্ড ছিল, মারামারি ছিল, ইস্টবেঙ্গলের সহকারী
কোচের হলুদ কার্ড ছিল। কিন্তু বিরিয়ানির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেমন মাংস, তেমনই ফুটবলে গোল। সেটাই এদিন ছিল না। তবে পরপর তিন ম্যাচ হেরে আত্মবিশ্বাসের তলানিতে থাকা দলটা কিছুটা আত্মবিশ্বাস পাবে এই এক পয়েন্টে। এটাই আজকের ম্যাচের পজেটিভ দিক মনে করেন রবি।
ROHAN ROYCHOWDHURY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ISL 2020-21 highlights