• Home
  • »
  • News
  • »
  • sports
  • »
  • ফুটবল মরশুম পিছিয়ে যাচ্ছে, ফেডারেশনের ভাবনায় দেরিতে খুলবে ট্রান্সফার উইনডো

ফুটবল মরশুম পিছিয়ে যাচ্ছে, ফেডারেশনের ভাবনায় দেরিতে খুলবে ট্রান্সফার উইনডো

করোনা ভাইরাসের তাণ্ডবে আগামী মরশুম শুরুর দিনক্ষণ ঘিরেও চরম অনিশ্চয়তা

করোনা ভাইরাসের তাণ্ডবে আগামী মরশুম শুরুর দিনক্ষণ ঘিরেও চরম অনিশ্চয়তা

করোনা ভাইরাসের তাণ্ডবে আগামী মরশুম শুরুর দিনক্ষণ ঘিরেও চরম অনিশ্চয়তা

  • Share this:

#কলকাতা : বুন্দেশলিগা, লা লিগায় মাঠে ফেরার তোড়জোড় চলছে কোমর বেঁধে। সব ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই বল গড়াবে বুন্দেশলিগায়। দিনক্ষণ স্থির না হলেও লা-লিগাতেও ম্যাচ শুরু করার প্রস্তুতি চলছে জোর কদমে। তবে দুই লিগেই দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ভাবনা সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার।

আমাদের দেশে অবশ্য এখনই খেলা শুরু করার ভাবনা নেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের। আই লিগ, যুব লিগ, আইএফএ শিল্ড সহ মরশুমের বাকি টুর্নামেন্ট অসমাপ্ত ঘোষণা করে আগেভাগেই মরশুম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। করোনা ভাইরাসের তাণ্ডবে আগামী মরশুম শুরুর দিনক্ষণ ঘিরেও চরম অনিশ্চয়তা। সাধারণভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ক্যালেন্ডারে ৯ জুন শুরু হয় ট্রান্সফার উইনডো। মারণ ভাইরাস করোনার জেরে এবার ট্রান্সফার উইনডো পিছিয়ে দিতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

সাধারণত ৯ জুন থেকে শুরু হয়ে ট্রান্সফার  উইনডো চলে অগাস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে সেখানেও তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না এআইএফএফ। দিন কয়েক আগেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ঘোষণা করেছে সেপ্টেম্বর পর্যন্ত দেশে খেলাধুলোর সব আসর বন্ধ রাখা হবে। সুতরাং অক্টোবরের আগে কোন কিছুই শুরু হওয়ার কথা নয়।

ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তে  সম্মতি দিয়ে এই দেশের প্রতিটি ক্রীড়া সংস্থাই ধীরে চলো নীতিতে এগোচ্ছে। পরিস্থিতি যা, তাতে আই লিগ, ইন্ডিয়ান সুপার লিগের মত দেশের প্রথম সারির টুর্নামেন্টেও খোলনলচে বদল হওয়ার সম্ভাবনা ব্যাপক। ভারতে খেলাধুলোর আসর পুরোদমে শুরু হতে হতে যে বছর গড়িয়ে যাবে সেটা একরকম বলাই যায়।

PARADIP GHOSH

Published by:Rukmini Mazumder
First published: