#কলকাতা: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ভারতে সুপারহিট ৷ ফিফা কর্তারা অন্তত এমন সার্টিফিকেটই দিচ্ছেন ভারতকে ৷ আজ, শুক্রবার কলকাতায় ফিফা কাউন্সিলের বৈঠক ৷ জুরিখের বাইরে এই প্রথম কোথাও ফিফার এত বড় বৈঠক হতে চলেছে ৷ শহরে উপস্থিত রয়েছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো ৷ অনূর্ধ্ব-১৭-র সফল আয়োজনের পর এবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ পাওয়ার জন্য ঝাঁপাবে ভারত ৷ তার জন্য আজ, ফিফা কর্তাদের সামনে দেশের ফুটবল পরিকাঠামোর সার্বিক চিত্রটা তুলে ধরবেন এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল এবং সচিব কুশল দাস৷
ফিফা প্রেসিডেন্ট সমেত মোট ৩৫ জনের প্রতিনিধি দল এসেছেন কলকাতায় ৷ এরকমও শোনা গিয়েছে, শুক্রবারের ফিফার বৈঠকে ২০১৯-এর অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ভারতের বিড করার ব্যাপারে আলোচনা হতে পারে। সাধারণত ফিফা একই দেশকে পরপর দু’টো বিশ্বকাপ আয়োজন করার অনুমতি দেয় না। কিন্তু শুক্রবারের বৈঠকে এই নিয়মও বদলে যাওয়ার সম্ভাবনা এখন বেশি।
তবে এখানেই শেষ নয় ৷ ফিফার ইভেন্ট বিভাগের প্রধান জেমি ইয়ারজার কথায় এখন আশার আলো দেখছেন এদেশের ফুটবল কর্তারা ৷ তিনি বলেছেন, ‘‘ দর্শকদের উপস্থিতির সংখ্যা দেখে বোঝাই যাচ্ছে কলকাতা এবং ভারতে ফুটবল নিযে কী প্রচণ্ড উন্মাদনা ! ভারতীয় দলও যথেষ্ট লড়াকু ফুটবল খেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। একইসঙ্গে অংশ নেওয়া বিদেশি দলগুলোর জন্য থাকার, এবং ট্রেনিংয়ের ব্যবস্থাও খুব উন্নত মানের। ভবিষ্যতে ভারত সিনিয়র বিশ্বকাপ আয়োজনের জন্য অনায়াসে বিড করতেই পারে।’’
গুয়াহাটি থেকে রাতারাতি কলকাতায় ম্যাচ সরানো দেখেও খুশি ফিফা ৷ জেমি ইয়ারজা আরও বলেন,, ‘‘ প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে শহর পরিবর্তন করে সেমিফাইনাল হয়েছে অন্য স্টেডিয়ামে ৷ ম্যাচ আয়োজন নিয়ে কারোর কোনও অভিযোগ নেই ৷ অনুশীলনের মাঠ এবং হোটেল দেখে খুশি সব দলই ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: FIFA U17 World Cup 2017, Gianni Infantino, India, Senior World Cup