ভারত: ১ (জিকসন থোউনাওজাম-৮২')
কলম্বিয়া: ২ ( পেনালোজা- ৪৯', ৮৩')
#নয়াদিল্লি: ভারতীয় দলের ফুটবল ম্যাচ মানেই সিনিয়র হোক বা জুনিয়র, কত গোল ভারত হজম করবে, তার দিকেই সবাই তাকিয়ে থাকে ৷ কিন্তু ভারতের জুনিয়র দল এদিন প্রমাণ করে দিল যে কোনও বড় দলের সঙ্গে লড়াই করতে তারাও জানে ৷কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়ার পাত্র নয় তারা ৷ পিছিয়ে পড়েও লড়াইয়ে ফেরার ক্ষমতা রয়েছে এই তরুণ ভারতীয় দলের ফুটবলারদের ৷
গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট না হলে এদিনের ম্যাচ ভারতই জেতে ৷ তবে কলম্বিয়ার কাছে ১-২ গোলে হেরে চলতি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত আয়োজক দেশের ৷
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই আক্রমণে গতি আনে দু’দলই ৷ বল দখলের লড়াইয়ে অবশ্য আগাগোড়াই ভারতকে টেক্কা মেরেছে কলম্বিয়া ৷ সুযোগ বুঝে ম্যাচে দুটি গোলও করেন যায় হলুদ জার্সিরা ৷ কিন্তু এদিন ম্যাচ হারলেও ভারতের সবচেয়ে বড় পাওনা হল জিকসন সিং থোউনাওজামের কর্নার থেকে হেডে দুরন্ত গোল ৷ প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে কোনও ফিফা বিশ্বকাপে গোল করার ইতিহাস সৃষ্টি করলেন তিনি ৷ কিন্তু সমতায় ফিরলেও তা বেশি সময় ধরে রাখতে পারেনি ভারতীয়রা ৷জিকসন গোল করার দু’মিনিটের মধ্যেই কলম্বিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন পেনালোজা ৷ এরপর আর ম্যাচে ফেরার সুযোগ হয়নি ভারতের ৷
কলম্বিয়া ম্যাচ হারার ফলে লিগ টেবলের চার নম্বর স্থানে রইল ভারত। ম্যাটোসের দলের পরের ম্যাচ ঘানার বিরুদ্ধে। ওই ম্যাচে যদি ঘানাকে বড় ব্যবধানে হারাতে পারে ভারত এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়াকে হারিয়ে দেয়, তা হলে নক আউট পর্বে যেতে পারে ভারত। কাজটা তাই কঠিন হলেও খাতায় কলমে এখনই যুব বিশ্বকাপ থেকে বিদায় হয়নি ভারতের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Colombia, FIFA U17 WC, FIFA U17 World Cup 2017, India, Jeakson Singh Thounaojam