#মুম্বই: অগাস্ট পেরিয়ে সেপ্টেম্বর আসছে ৷ আইএসএলের সময়ও এগিয়ে আসছে ৷ এবছর ইন্ডিয়ান সুপার লিগের ক্রীড়াসূচি শনিবার ঘোষণা করা হল ৷ তাতে দেখা যাচ্ছে শুরুতেই সচিন-সৌরভ দ্বৈরথ ৷ ২৯ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে এটিকে এবং কেরল ব্লাস্টার্স ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচ হোম ম্যাচই খেলতে পারছে এটিকে ৷ যুবভারতীতেই হবে সেই ম্যাচ ৷ গতবারের চ্যাম্পিয়ন অভিষেক বচ্চনের চেন্নাইন এফ সি খেলবে পরের দিন বেঙ্গালুরুর এফসি-র বিরুদ্ধে ৷
এটিকে দু’বারের চ্যাম্পিয়ন হলেও দু-দু’বার ফাইনালে উঠেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সচিনের কেরল ব্লাস্টার্সকে ৷ এবছর লিগ চলবে তিন মাসেরও বেশি সময় ধরে ৷
এদিন যদিও গোটা টুর্নামেন্টের সূচি প্রকাশিত হয়নি। আপাতত ৫৯টি ম্যাচের সূচি জানানো হয়েছে। সেপ্টেম্বরের ২৯ তারিখ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আইএসএলের সূচি প্রকাশিত হয়েছে।
আইএসএল-এ এবছর তিনটি ব্রেক দেওয়া হয়েছে। প্রথম দুটো ব্রেক ফিফা উইন্ডোর নিয়ম মেনে (৮-১৬ অক্টোবর এবং ১২-২০ নভেম্বর)। ভারতের জাতীয় দলের প্রস্তুতির জন্য আরও একটি ব্রেক দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে এবছর এএফসি এশিয়ান কাপ। তার জন্য ১৭ ডিসেম্বর থেকে আইএসএল বন্ধ থাকবে। সেসময় শুরু হবে ভারতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।