#বুয়েনস আয়ার্স : অসংখ্য মহিলাসঙ্গ, নিষিদ্ধ মাদক তারচেয়েও বেশি ফুটবল পায়ে জাদু৷ মারাদোনাকে ব্যাখ্যা করতে কোনও শব্দই যথেষ্ট নয়৷ সেই প্রতিভাশালী ফুটবলারের আজ ৬০৷ তথাকথিত সংজ্ঞা অনুসারে বৃদ্ধ হলেন মারাদোনা৷ তবে এবারের জন্মদিনটা আর পাঁচটা জন্মদিনের চেয়ে একেবারেই আলাদা৷ মারাদোনার এক রক্ষীর শরীরে করোনা দেখা দিয়েছে তাই এবারের জন্মদিন আইসোলেশনেই কাটাচ্ছেন ফুটবল রাজপুত্র৷
পাশাপাশি মারাদোনা জন্মদিন শুধু তাঁর বাড়িতে বা তাঁর দেশেই সেলিব্রেট হয় তা নয়, সারা বিশ্ব জোড়া তাঁর ফ্যান, আর সর্বত্রই সেই ফ্যানরা এই ফুটবল মহাতারকার জন্মদিন সেলিব্রেট করেন৷
তাঁর ফুটবল কেরিয়ার সবসময়েই উঁচু -নীচুর মধ্যে দিয়ে গেছে৷ তাঁর উপস্থিতিতেই বোকা জুনিয়ার্স আর্জেন্টিনা সেরা হন৷ ২১ বছর বয়সে ক্যাটালন জায়ান্ট বার্সিলোনায় যোগ দেন৷ মাত্র ২৫ বছর বয়সে প্রায় একার স্কিলেই ৮৬ অর্থাৎ মেক্সিকো বিশ্বকাপ জিতিয়েছিলেন৷
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি যেন দানব হয়ে উঠেছিলেন৷ তিনি এই ম্যাচে দুটি গোল করেছিলেন- একটি হ্যান্ড অফ গড আরটি একক দক্ষতায় সব ইংল্যান্ডের রক্ষণকে ছিন্নভিন্ন করে দিয়ে ফুটবল ইতিহাসের সেরা -র সেরা গোল করেন৷
এই বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর তাঁর নামে একটি আলাদা চার্চ তৈরি করে তাঁর ফ্যানরা৷ এরপর নাপোলিকে প্রথমবারের জন্য সিরি এ জেতান৷ তিন বছর পর তাঁরই পারফরম্যান্সে আরও একবার ইতালি সেরা হয়েছিল নাপোলি৷ কিন্তু ফুটবলের এই অসাধারণ প্রতিভা একইসঙ্গে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন৷ কখনও মাদক যোগ কখনও অনিয়ন্ত্রিত মদ্যপান আবার কখনও অসম্ভব নারীসঙ্গ৷ ৯০ -র বিশ্বকাপে -র ফাইনালে তদানীন্তন পশ্চিম জার্মানির কাছে ফাইনালে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা৷ এরপর কান্নায় ভেঙে পড়ে ফুটবল রাজপুত্র বলেছিলেন নিজের পা কেটে ফেলতে যান তিনি৷ আসলে সবসময়েই ভীষণ আবেগপ্রবণ এই অসম্ভব প্রতিভাশালী ফুটবলার৷ তাই তাঁকে ঘিরে সব ভক্তদের আবেগের জোয়ারও অসম্ভব বেশি৷ফুটবল রাজপুত্রের জন্মদিনে সারা বিশ্ব থেকে এসেছে শুভেচ্ছাবার্তা৷ করোনা আতঙ্কে কারণে বর্ণময় এই ফুটবল লেজেন্ডের এবারের জন্মদিন অনেকটাই বর্ণহীণ৷ তবুও মারাদোনা এই নামটা থাকলেই যেন আলাদা প্রাণ সঞ্চার হয়৷ নিজের সোশ্যাল হ্যান্ডেলে জন্মদিনের শুভেচ্ছার ভিডিও পোস্ট করেছেন৷ তিনি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমি আমার ৬০ বছর শুরু করি, এই দুর্দান্ত বার্তাগুলি দিয়ে যা আমাকে জীবন দেয়। শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ, আপনাদের বন্ধুত্বের জন্য আপনাদের ধন্যবাদ। আমাকে যাঁরা দিতে পারতেন এটিই সেরা জন্মদিনের সেরা উপহার এবং আমার জন্য এই দুর্দান্ত সারপ্রাইজ উপহারের জন্য আমার পুরো দলকেও ধন্যবাদ জানাই।’