• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • কোয়েম্বাটুর থেকে শিলিগুড়ি, বিশ্বকাপে রঙিন ফুটবল ফ্যানরা

কোয়েম্বাটুর থেকে শিলিগুড়ি, বিশ্বকাপে রঙিন ফুটবল ফ্যানরা

 ইছাপুরের চা বিক্রেতা শিবু। আর কেরলের সুধীর। দুজনের মধ্যে অদ্ভুত মিল আবার অমিলও।

ইছাপুরের চা বিক্রেতা শিবু। আর কেরলের সুধীর। দুজনের মধ্যে অদ্ভুত মিল আবার অমিলও।

ইছাপুরের চা বিক্রেতা শিবু। আর কেরলের সুধীর। দুজনের মধ্যে অদ্ভুত মিল আবার অমিলও।

 • Share this:

  #কলকাতা :  ইছাপুরের চা বিক্রেতা শিবু। আর কেরলের সুধীর। দুজনের মধ্যে অদ্ভুত মিল আবার অমিলও। প্রিয় দলকে ভালবেসে দু'জনেই ঘর রাঙিয়ে তুলেছেন সেই দলের জার্সির রঙে। প্রথমজন অবশ্য আর্জেন্টিনার। আর দ্বিতীয়জন ব্রাজিলের।

  কম যান না তামিলনাড়ু ও শিলিগুড়ির ২ সমর্থকও। ব্রাজিল সুধীর বললেও একডাকে যে কেউ দেখিয়ে দেবে বাড়িটা। কেরলের বছর একচল্লিশের এই ব্রাজিল ফ্যানকে চেনে না, এমন ফুটবলপ্রেমী কমই আছেন। ফুটবল পাগল এই সমর্থকের জীবনের বড় অংশ জুড়ে শুধুই ব্রাজিল। সুধীরের বাড়ির দেওয়াল ভরতি ব্রাজিলের ফুটবলারদের ছবিতে। আর বিশ্বকাপের সময় পুরো ঘর ব্রাজিলের হলুদ-সবুজ রঙে সাজিয়ে তুলেছেন সুধীর।

  আরও পড়ুন - প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ছক তৈরি মেসি-অ্যাগুয়েরোদের

  বাদ যায়নি সুধীরের চার চাকা, বাইকও। সবই সেলেকাওদের জার্সির রঙে রঙিন । কেরল থেকে কোয়েম্বাটুর। তবে সুধীরের মত কোনও একটি দলের সমর্থক নন মারিয়াপ্পন। শুধু ফুটবলকে ভালবেসে বিশ্বকাপের সোনার রেপ্লিকা বানিয়ে ফেলেছেন মারিয়াপ্পন। সোনার রেপ্লিকার ওজন ৯০০ মিলিগ্রাম। ভারতীয় ফুটবলের প্রসারই ধ্যান-জ্ঞান তাঁর। ২০২২-তে ভারত বিশ্বকাপ খেলবে, আশা মারিয়াপ্পনের।

  First published: