#কাজান: হিসেবি ফুটবল খেলে প্রি কোয়ার্টারে। মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে একইভাবে হিসেব কষেই নামছে ফ্রান্স। মেসির জন্য আলাদা পরিকল্পনা রয়েছে ফরাসিদের।
যে ম্যাচে যেমন দরকার সেভাবেই খেলেছে ফ্রান্স। পেরু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সহজ জয়। ডেনমার্ক ম্যাচ থেকে এক পয়েন্ট তুলে নেওয়া। নক আউটেও সেভাবেই এগোতে চাইছেন ফরাসি কোচ দেশঁ। আর্জেন্টিনা ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে পরিকল্পনা তাঁর সারা।
এমবাপে, গ্রিজম্যানকে সামনে রেখে ৪-৪-২ ছকে নামছে ফ্রান্স। স্কোরােরর তালিকায় একাধিক ফুটবলার থাকায় ফ্রান্সের গোল করার লোকের অভাব নেই। গ্রুপে বেশ কষ্ট করতেই জিততে হয়েছে ফরাসিদের। আর্জেন্টিনা ম্যাচে কোচ দেঁশও এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে। এটি দেশঁর ৮০ তম ম্যাচ হতে চলেছে।
গ্রুপে ভাল না খেললেও আর্জেন্টিনা বিপজ্জনক বলে মনে করেন ফরাসিরা। তাঁরা জানেন একা মেসি খেলার রং ঘুরিয়ে দিতে পারেন। তার জন্য ফরাসি রক্ষণে বাড়তি দায়িত্ব নিতে হবে উমতিতি, ভারানেকে। ফ্রান্স টিমে অনেকেই আছেন যারা ক্লাব ফুটবলে মেসির সঙ্গে বা বিপক্ষে খেলেন। ক্লাবের অভিজ্ঞতা দেশের হয়ে কাজে লাগাতে চান ভারানেরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup, Argentina, FIFA 2018, France, Knockout Stage