#শ্রীনগর: নিরাপত্তারক্ষীদের গুলিতে ঝাঁঝরা হল কাশ্মীরের এক ফুটবলার ৷ সদ্য সে যোগ দিয়েছিল জৈশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীতে বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় কলেজ ফুটবলার আমির সিরাজ-সহ আরও এক জঙ্গির ৷ নিহত অপর জঙ্গি পাকিস্তানের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
ক্রিরি বারামুলায় গুলির লড়াইয়ে মারা যায় ওই দুই জঙ্গি ৷ গত ২ জুলাই থেকে নিখোঁজ ছিল আমির ৷ কাশ্মীরের সোপোরের এক পুলিশ অফিসার ইন্ডিয়া টুডে টিভিকে জানান, আমিরের বাড়ি সোপোরের আদিপোরায় ৷ বেশ কয়েক মাস আগেই বাড়ি থেকে নিখোঁজ হয় আমির ৷ পরে জানা যায় জৈশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছে সে ৷ আমির নিজে এমন কাজ প্রথমবার করলেও তার বাড়ি যেখানে, সেখানকার অনেক যুবকই এর আগে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷ একজন প্রতিভাবান ফুটবলার হয়েও কেন এই পথ বেছে নিল আমির, সেটাই ভাবিয়ে তুলেছে প্রত্যেককে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jammu And Kashmir