#কলকাতা: ভাল আছেন জনপ্রিয় ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায় ৷ তবে এখনও তিনি রয়েছে চিকিৎসকদের কড়া নজরে ৷ চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিয়েছেন পি কে বন্দ্যোপাধ্যায়৷
কিংবদন্তি ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৩। স্নায়ুর সমস্যায় অনেক দিন ধরেই আক্রান্ত ছিলেন তিনি । ভুগছেন পারকিনস ও ডিমেনশিয়াতে ৷ মঙ্গলবার সকালে হঠাৎই সল্টলেকের বাসভবনে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। সল্টলেকে নিজের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি । দ্রুত তাকে বাইপাস একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্নায়ু বিশেষজ্ঞ সুনন্দন বসুর তত্বাবধানে ভর্তি করা হয়। এখন তার অবস্থা স্থিতিশীল।