#কলকাতা: মেহতাব হোসেন৷ ময়দানের তো বটেই, ভারতীয় ফুটবলেরও অতিপরিচিত নাম৷ এ হেন মেহতাব ফুটবল জীবন থেকে অবসর নিতে চলেছেন৷ কলকাতা লিগের পরেই অবসর নিচ্ছেন মেহতাব হোসেন৷ সবুজ-মেরুন জার্সিতে অবসর নিলেও, কেরিয়ারে একটা বড় সময় তিনি কাটিয়েছেন ইস্টবেঙ্গলেই৷ তাই মেহতাবকে লাল-হলুদের ঘরের ছেলে বলতে দ্বিধা নেই৷
দীর্ঘ ২১ বছরের ফুটবল কেরিয়ারে দাপটের সঙ্গে খেলছেন মেহতাব৷ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি তিনি জানিয়েছেন ফেসবুকে৷ ২০০৩ সালে টালিগঞ্জ অগ্রগামী থেকে মেহতাব সই করেন মোহনবাগানে৷ ২০০৭ সালে ইস্টবেঙ্গলে যোগ দেন৷ ১১ বছরের বেশি ইস্টবেঙ্গলে খেলার পর ২০১৮ সালে মোহনবাগানে ফেরেন তিনি৷
ফেসবুকে মেহতাবের পোস্ট:
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ২০১৫ সালেই৷ পেশাদার ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছিলেন৷ জাতীয় দলে ২৯টি ম্যাচ খেলেছেন মেহতাব হোসেন৷ খেলেছেন আইএসএল-এ কেরালা ব্লাস্টার্স-এর হয়ে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Football, Mehtab Hossain