corona virus btn
corona virus btn
Loading

মাইনাস তাপমাত্রায় ফুটবল ফিরছে ভূস্বর্গে, কড়া নিরাপত্তায় মোহনবাগানের সঙ্গে হবে খেলা

মাইনাস তাপমাত্রায় ফুটবল ফিরছে ভূস্বর্গে, কড়া নিরাপত্তায় মোহনবাগানের সঙ্গে হবে খেলা

বড়দিনের পর নতুন বছর৷ ফুটবলকে সামনে রেখে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় কাশ্মীর৷বাইরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে৷

  • Share this:

PARADIP GHOSH #জম্মু ও কাশ্মীর: তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৷ মাঝেমধ্যেই চলছে টানা তুষারপাত ৷ মাঠ থেকে বিমানবন্দর পুরু বরফস্তরে চাপা পড়ছে গোটা শহরটাই ৷ রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী ৷ জীবন-যাপনের ছবিটা এখনও স্বাভাবিক নয় ৷ তবু এরইমধ্যে ফুটবল ফিরেছে কাশ্মীরে ৷ ফুটবলকে সামনে রেখে রোজের জীবনে ফেরার বার্তা দিচ্ছে কাশ্মীর ৷ পরিস্থিতি যাই হোক, শ্রীনগরে স্থানীয় ক্লাব রিয়াল কাশ্মীরের ম্যাচ থাকলেই স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন কাশ্মীরীরা ৷ স্থানীয় যুবকদের সঙ্গে সমান সংখ্যায় তাল মিলিয়ে টিআরসি স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসছেন মহিলারাও ৷ পুলওয়ামা কাণ্ডের পর কাশ্মীরের আপৎকালীন অবস্থার জন্য বন্ধ হয়েছিল ফুটবল ৷ বছর শেষের মুখে ছন্দে ফিরতে কাশ্মীরের ভরসা সেই ফুটবল ৷ বড়দিনের পর টিআরসি স্টেডিয়ামে আই লিগ বিজয়ী চেন্নাই সিটিকে ২-১ গোলে হারিয়েছে রিয়েল কাশ্মীর ৷ স্থানীয় সমর্থকদের স্বতঃস্ফূর্ত ভিড়ে উপচে পড়েছে স্টেডিয়াম ৷ তবে এখানেই শেষ নয় ৷

নতুন বছরে ভূ-স্বর্গে পা রাখছে কলকাতার বড় ক্লাব মোহনবাগান ৷ ৫ জানুয়ারি আরও একটা বড় ম্যাচ ৷ বড় চ্যালেঞ্জ ৷ মোহনবাগান বনাম রিয়েল কাশ্মীর ম্যাচ সুষ্ঠুভাবে উতরে দেওয়াটাই চ্যালেঞ্জ আয়োজকদের ৷ সেনাবাহিনীর কড়া প্রহরা তো থাকছেই ৷ মাঠে ঢোকার আগে দর্শকদেরও পেরোতে হচ্ছে বহুস্তর নিরাপত্তা বলয়৷ কিন্তু তাতেও কোথাও উৎসাহ-উদ্দীপনায় টোল পড়ছে না কাশ্মীরিদের ৷ সমর্থকদের এই প্রবল উৎসাহই মোহনবাগান ম্যাচের আগে চাগিয়ে দিয়েছে কাশ্মীরি ফুটবলারদের ৷ বাইরে তাপমাত্রা যখন হিমাঙ্কের নিচে, ইনডোর অনুশীলন সেরে হোটেলের ডাইনিং রুমে দানিশ ফারুখ, আলতামাশ সৈয়দ, ফারহান গণির মত স্থানীয় ফুটবলাররা শরীর সেঁকছেন স্থানীয় খাবার গুস্তাভায় ৷ ফুটবলারদের মোটিভেশন টিপস দিচ্ছেন রিয়েল কাশ্মীর স্কটিশ ডেভিড রবার্টসন ৷

Published by: Simli Raha
First published: December 30, 2019, 4:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर