#মস্কো: বিশ্বকাপে রঙিন রাশিয়া ! একদিকে রুদ্ধশ্বাস সব ম্যাচ, অন্যদিকে ফ্যানেদের নানা কর্মকাণ্ড ৷ সব মিলিয়ে এই মুহূর্তে জমজামাট রাশিয়া ৷ মাঠে যেমন দাপাচ্ছেন রোনাল্ডো বা লুকাকু বা হ্যারি কেন তখন পিছিয়ে থাকছেন না তাঁদের ভক্তরা ৷ এমনই একজনকে দেখুন ৷ ইরান বনাম স্পেনের ম্যাচ চলাকালীন মাঠের দিকে যত না নজর সকলে, তার থেকে বেশি নজর এই ফুটবলপ্রেমীর দিকে ৷ হবে নাই বা কেন ? তিনি সিগারেট জ্বালাবেন বলে নিজের ওয়ালেটটায় আগুন লাগালেন ! টাকা রাখার যে ওয়ালেট, সেটায় আগুন ! কী কাণ্ড বলুন তো ৷ এমন আগে দেখেছেন ৷
আরও পড়ুনজর্জ সাম্পাওলি-র কোপে আর্জন্টিনার কে কে , জানুন নাইজেরিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ
আমাদের দেশের সুপারহিরো রজনীকান্তের যেসব জোকস আছে, এই ঘটনা তো তাকেও ছাপিয়ে গেছে ৷ ভিডিও দেখলেই বুঝবেন বিষয়টা ৷ তবে এতটা ঘাবড়াবেন না , এই ব্যক্তি যেটা থেকে আগুন নিচ্ছে, সেটা ফ্লেম ওয়ালেট ৷ অর্থাৎ একধরণের লাইটার যা থেকে খুব সহজেই সিগারেটে আগুন দিতে পারেন আপনিও ৷ অর্থাৎ এটি একটি ভেলকি ছাড়া আর কিছুই নয় ৷ মাঠে তো নজর কাড়ছেন খেলোয়াররা আর মাঠের বাইরে এইভাবে নজর কাড়ছেন এমন সব ভক্তরা !
Meanwhile, at the #WorldCup... pic.twitter.com/52wi3DODX3
— Marcus Gilmer (@marcusgilmer) June 20, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2018 FIFA World Cup