corona virus btn
corona virus btn
Loading

ফাইনালের আগে নতুন টার্গেট, দর্শকসংখ্যায় চিনের রেকর্ড ভাঙা এখন শুধু সময়ের অপেক্ষা

ফাইনালের আগে নতুন টার্গেট, দর্শকসংখ্যায় চিনের রেকর্ড ভাঙা এখন শুধু সময়ের অপেক্ষা
Saltlake Stadium

শনিবার বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি শুরু কলকাতায়।

  • Share this:

#কলকাতা: হোটেলে ইংল্যান্ড। কলকাতায় স্পেন। নতুন আলপনায় যুবভারতী। শনিবার বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি শুরু কলকাতায়।

একদিনে দুটি ইতিহাসের সামনে যুবভারতী। প্রথমবার দেশের মাটিতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। আর দু’নম্বর আর ২৯৫০টি দর্শক মাঠে টানতে পারলেই ভারত ভেঙে দেবে চিনের রেকর্ড।

৩২ বছর আগে প্রথম অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে চিনের মোট দর্শকসংখ্যা ছিল ১২,৩০৯৭৬ জন। দু’টি ম্যাচ হাতে রেখে ভারতের ১২,৮০০২৭ জন ৷ শনিবার মেগা ফাইনালের আগে ফের মেকওভার। বাইপাস লাগোয়া গেট থেকে শুরু বিভিন্ন রংয়ের আলপনা। যা স্বাগত জানাবে ফিফা প্রেসিডেন্ট- সহ মুখ্যমন্ত্রীকে। নতুন করে বসানো হচ্ছে বেশ কিছু আলো। আর চলছে শেষ বেলার প্রস্তুতি। ফুট থেকে রাস্তা ফের নতুন করে সাজছে।

First published: October 26, 2017, 7:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर