#কলকাতা: ফুটবলপ্রেমী কলকাতাবাসীর জন্য দারুণ সুখবর ! ২৮ অক্টোবর মেগা ফাইনালের আগে এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচও যুবভারতীতে দেখার সুযোগ পাচ্ছেন তারা ৷ ২৫ অক্টোবর, বুধবার ব্রাজিল-ইংল্যান্ড হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল কলকাতা ৷ প্রবল বৃষ্টিতে গুয়াহাটির মাঠ খারাপ ৷ তাই রাতারাতি ম্যাচ সরিয়ে কলকাতায় করার সিদ্ধান্ত ফিফার ৷ আজ, সোমবার রাতেই কলকাতায় ঢুকে পড়ছেন ইংল্যান্ড, ব্রাজিল দু’দলের ফুটবলাররাও ৷ আজ রাত সাড়ে আটটা থেকে অনলাইনে টিকিট কাটা যাবে ৷ সেমিফাইনাল ম্যাচের সব টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা ৷ আগে এলে আগে পাবেন ৷ এই ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে ৷
টিকিট কাটতে ক্লিক করুন এখানে----> World Cup Semifinal Ticket
রবিবাসরীয় সন্ধেয় স্বপ্নের ম্যাচ দেখেছিল যুবভারতী। জার্মানিকে হারিয়ে ২০১৪ বিশ্বকাপের শোধ তুলেছিল ব্রাজিল। তার রেশ কাটতে না কাটতেই দু’দিনের মধ্যেই আরও একটা ব্রাজিল ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন কলকাতাবাসী ৷ গুয়াহাটির মাঠের অবস্থা ভাল নয়। টানা বৃষ্টিতে পরিকাঠামোও হয়ে গিয়েছে খারাপ। ফলে ওই মাঠে ম্যাচ হওয়া সম্ভব নয় বলেই মনে হয়েছে ফিফা কর্তাদের ৷ রবিবার কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলেই গুয়াহাটি উড়ে গিয়েছিলেন ব্রাজিল ফুটবলাররা ৷ কিন্তু ম্যাচের ভেন্যু বদলে যাওয়ায় সোমবার রাতেই কলকাতা ফিরে আসছেন পাওলিনহোরা ৷