#কলকাতা: আবার কলকাতা। আবার ব্রাজিল। নাটকীয়ভাবে বিশ্বকাপ সেমিফাইনাল পেল যুবভারতী। ফের শহর জুড়ে ফুটবল উন্মাদনা ৷
টিকিট মিলবে কোথায় ? কলকাতায় এখন একটাই প্রশ্ন। ম্যাচ পাওয়ার খবর আসতেই যুবভারতীতে মেগা বৈঠক। হাতে সময় কম। জানা যাচ্ছে, অনলাইনের পাশাপাশি অফলাইনেও মিলবে টিকিট। সোমবার রাত ৮.৩০ থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। মঙ্গলবার বিকেল ৫ টা থেকে কাউন্টারে অল লাইন টিকিট দেওয়া হবে। অফ লাইনে যুবভারতীর পাশাপাশি মিলন মেলাতেও টিকিট পাওয়া যাবে। ইস্ট-মোহন-মহামেডান মাঠ থেকেও টিকিট বিক্রি হবে। সব টিকিটের দাম ১০০ টাকা।
ঘোষণা হতে না হতেই গতকাল রাত থেকেই যুবভারতীর সামনে লম্বা লাইন ৷ অফলাইনে টিকিট তোলার জন্য রাতেই হাজির ফুটবল পাগল কলকাতা ৷ অন্যদিকে অনলাইনে টিকিট পেতে সমস্যা হওয়ায় সকালে অফলাইনেই টিকিট তুলতে লাইন দিয়েছে অনেকে ৷
অফলাইনে টিকিট নিয়ে সাধারণের মধ্যে কিছু ধোঁয়াশা থাকায় টিকিট আদৌও মিলবে কিনা সেই নিয়ে প্রশ্ন ওঠে ৷ টিকিট পেতে যুবভারতীর সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ফুটবল প্রেমীরা ৷ এমনকী পথ অবরোধেরও চেষ্টা করা হয় ৷
অনলাইনে টিকিট বুকিং নিয়েও উঠছে অভিযোগ ৷ ওটিপি পেয়েও টিকিট বুক হচ্ছে না বলে জানিয়েছেন অনেকে ৷ সব মিলিয়ে মাঠের ফুটবল যুদ্ধ ঘিরে উন্মাদনা, উত্তেজনায় ফুটছে কলকাতা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Brazil, FIFA U17 World Cup 2017, Match Tickets, Semifinal