corona virus btn
corona virus btn
Loading

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ৩ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করতে চায় ব্রাজিল

উত্তর কোরিয়ার বিরুদ্ধে ৩ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করতে চায় ব্রাজিল
Photo: AFP

যুব বিশ্বকাপে ফের ব্রাজিল।

  • Share this:

#কোচি: যুব বিশ্বকাপে ফের ব্রাজিল। প্রথম ম্যাচে পুরোটা পাওয়া যায়নি অ্যামিও কার্লোসের দলকে। তাতেও স্পেন বধ করেই মাঠ ছেড়েছিলেন পাওলিনহো, লিঙ্কনরা। এবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট নিয়ে নক-আউট নিশ্চিত করতে চান নেইমারের ভাইরা। স্পেন ম্যাচের পর ব্রাজিল কোচ স্বীকার করেছিলেন, প্রথম দশ মিনিট তাঁর ছেলেরা কিছু বুঝতে পারছিল না। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অল-আউট যাবে ব্রাজিল।

এদিকে সোমবার বৃষ্টিতে লন্ডভন্ড কলকাতা। বাতিল হয় বিশ্বকাপের অনুশীলন। রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে সোমবার সকালেই ভেঙে পড়ে সাইয়ের পরিকাঠামো। এখানে সকালে মেক্সিকোর অনুশীলন করার কথা ছিল। কিন্তু বেলা বাড়তেই বাড়ে বৃষ্টির দাপট। অবশেষে ঝুঁকি না নিয়ে সব অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেয় ফিফা। পরিস্থিতি একই রকম থাকলে আজ, মঙ্গলবারও বাতিল হতে পারে অনুশীলন। শুধু সাই নয়, স্টেডিয়ামের সামনেও ভেঙে পড়ে বেশ কয়েকটি গাছ ও আলোর খুঁটি।

First published: October 10, 2017, 1:01 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर