হোম /খবর /ফুটবল /
দু'দুবার বিপক্ষ ফুটবলারের যৌনাঙ্গ টিপে দিলেন ইংলিশ ফুটবলার, কঠিন শাস্তি দিল FA

দু'দুবার বিপক্ষ ফুটবলারের যৌনাঙ্গ টিপে দিলেন ইংলিশ ফুটবলার, কঠিন শাস্তি দিল FA

Photo Courtesy- Youtube/Videograb

Photo Courtesy- Youtube/Videograb

ফুটবল বিশ্বে ছিঃ ছিঃ, পরের ম্যাচে অন্য ফুটবলাররা ফিশারকে দেখেই ঢেকে ফেললেন যৌনাঙ্গ৷ ফুটবলারের কুকীর্তির ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল!

  • Last Updated :
  • Share this:

#লন্ডন: ফুটবল মাঠে নানা ধরণের দৃশ্য দেখা যায়৷ যেহেতু ফুটবল বডি কন্ট্যাক্ট গেম তাই ট্যাকেলিং, রাফ ট্যাকেলিং , স্লেজিং এই সব হতেই থাকে৷ আর নিয়ে প্রচুর কথা -সমালোচনা সবই হয়৷ পক্ষের ফ্যানরা নিজের ফুটবলারদের কাজের সমর্থণে যুক্তি যোগান আর বিপক্ষের ফ্যানরা একেবারে তুলোধনা করে ছাড়েন৷ কিন্তু এবার যা হল তা একেবারেই বর্ণনার অযোগ্য৷ বিপক্ষ ফুটবলারের গোপনাঙ্গে হাত দিয়ে ফেলা!‌ বিতর্কে জড়িয়ে পড়লেন ফুটবলার ডার্নেল ফিশার। একবার নয়, দু’‌দুবার ক্যামেরায় ধরা পড়েছে তাঁর এই কুকীর্তি।

ইংল্যান্ডের ডিপডেল স্টেডিয়ামে শনিবার নর্থ এন্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল প্রেসটন এবং শেফিল্ড ওয়েনেসডে। সেই ম্যাচেই শেফিল্ডের ক্যালাম পিটারসনের যৌনাঙ্গ ইচ্ছাকৃতভাবে গিয়ে টিপে দেন ফিশার৷

দেখে নিন সেই ভিডিও

এদিকে ফিশারের কীর্তির জেরে পরের ম্যাচেই তাঁকে এই নিয়ে মজার খোরাক হতে হয়৷ ব্ল্যাকবার্ন নিজের ম্যাচে জয়ের পর ফিশারের সামনে দিয়ে যখন তাঁদের প্লেয়ার লুইস হল্টবাই যাচ্ছিলেন তখন তিনি নিজের গোপনাঙ্গ হাত দিয়ে ঢেকে যাচ্ছিলেন৷

Photo- Collected Photo- Collected

 ইংল্যান্ডের ডিপডেল স্টেডিয়ামে শনিবার নর্থ এন্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল প্রেসটন এবং শেফিল্ড ওয়েনেসডের ম্যাচে ক্যালাম প্যাটারসনের গোপনাঙ্গ টিপে দেওয়ার বিষয়টি অবশ্য দেখেননি, কিন্তু এফ এ এই মারাত্মক আক্রামণাত্মক অ্যাক্টের তদন্তে নেমেছে৷ ফিশারের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে তিনি অন্তত তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন৷

Photo- Collected Photo- Collected

এই অভিযোগের খাঁড়া মাথায় নিয়েই ২৬ বছরের ফিশার আরও একটি ম্যাচ খেলেছিলেন৷ যেখানে ব্ল্যাকবার্ন রোভার্স তাঁর দলের বিরুদ্ধে ৩-০ গোলে ম্যাচ জিতেছিল৷

এফ এ নিজেদের বিবৃতিতে জানিয়েছে ‘নর্থ এন্ড এফসি-র ডার্নেল ফিশারকে অভিযুক্ত করা হয়েছে ৷ শেফিল্ড ওয়েডনেসডে-র বিরুদ্ধে ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচের অভিযোগের ভিত্তিতে৷ ’

‘ম্যাচের ৬২ মিনিটে এই নক্কারজনক ঘটনাটি ঘটেছিল৷ যেটা ম্যাচ আধিকারিকের চোখে পড়েনি৷ কিন্তু ক্যামেরায় দেখা গেছে৷ এটা এফএ-র শৃঙ্খলাবিধির  E3 ধারা ভঙ্গ করেছে৷ ’

এফ এ জানিয়েছে ফিশার এই অভিযোগের কোনও উত্তর দেননি৷

Published by:Debalina Datta
First published:

Tags: FA, Football, Footballer